For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের রাশ হাতে রেখেও হার দিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করল ভারতীয় দল

ম্যাচের রাশ হাতে রেখেও হার দিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করল ভারতীয় দল

Google Oneindia Bengali News

ম্যাচের উপর সিংহভাগ নিয়ন্ত্রণ রেখেও জিততে পারল না ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমনওয়েলথ গেমস ২০২২-এ উদ্বোধনী ম্যাচে ৩ উইকেটে পরাজিত হল হরমনপ্রীত কউরের দল। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে দক্ষতার পরিচয় দিলেও প্রতিপক্ষের ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়া সুযোগ হাতছাড়া করার জন্যই হারতে হল ভারতকে।

ম্যাচের রাশ হাতে রেখেও হার দিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করল ভারতীয় দল

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। খারপ খেলেননি ভারতীয় মহিলা দলের ব্যাটসম্যানরা কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে। অল্পের জন্য অর্ধ-শতরান হাতছাড়া করেন শেফালি বর্মা। ৩৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ওপেনিং পার্টনার স্মৃতি মন্ধনা যদিও প্রত্যাশা মতো খেলতে ব্যর্থ হয়েছেন। বিস্ফোরক বাম হাতি ব্যাটার করেন মাত্র ২৪ রান। ভাগ্য খারাপ থাকায় বেশি দূর ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারননি মহিলা দলের উইকেটরক্ষক যশতিকা ভাটিয়া। ৮ রানে রান আউট হয়ে ডাগ আউটে ফেরেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কউর অর্ধ-শতরান করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে। ৮টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ১১ রানে আউট হয়েছে জেমিমা রড্রিগেজ। দীপ্তি শর্মা করেন ১ রান। হরলিন দেওল করেন ৭ রান। রাধা যাদব শেষ পর্যন্ত ২ রানে অপরাজতি ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট সংগ্রহ করেন জেস জোনাসেন, দুইটি উইকেট নেন মেগান স্কাট এবং একটি উইকেট নেন ডার্সি ব্রাউন।

ম্যাচের রাশ হাতে রেখেও হার দিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করল ভারতীয় দল

ভারতীয় বোলাররাও নিজেদের কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করছিলেন শুরু থেকে। ৪৯ রান তুলতে ৫ উইকেট পারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ১১০ রানে অজি মহিলা বাহিনী হারায় ৭ উইকেট। কিন্তু পরবর্তী তিন উইকেট আর নিতে পারেনি ভারত। বরং এক ওভার আগে থাকতে ভারতকে হার উপহার দেয় ক্যাঙ্গারু বাহিনী। অস্ট্রেলিয়াকে একা এই ম্যাচ জেতান অ্যাশলিগ গার্ডনার। অপরাজিত ৫২ রান করেন তিনি। এক দিক থেকে যখন অপর ব্যাটাররা আসছিলেন আর হাওয়া খেয়ে ড্রিসংরুমে ফিরে যাচ্ছিলেন ভারতীয় বোলারদের খাতিরদারির সৌজন্যে সেখানে একা শেষ পর্যন্ত টিকে থাকেন গার্ডনার। এ ছাড়া ৩৭ রান করেন গ্রেস হ্যারিস। ভারতের হয়ে চারটি উইকেট নেন রেণুকা সিং, দুইটি উইকেট নেন দীপ্তি শর্মা। একটি উইকেট শিকার করেন মেঘনা সিং। মেঘনা এবং রাজেস্বরী অত্যাধিক রান খরচ করায় এই ম্যাচ হারতে হয় ভারতকে।

গুরুতর অসুস্থ বদ্রু বন্দ্যোপাধ্যায়, মহান ফুটবলারকে দেখে এলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসগুরুতর অসুস্থ বদ্রু বন্দ্যোপাধ্যায়, মহান ফুটবলারকে দেখে এলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

English summary
India Women lost by 3 wickets against against Australia Women in Commonwealth games 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X