For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু কোহলিরাই নন, দক্ষিণ আফ্রিকায় ডবল সিরিজ জিতে ইতিহাসে মিতালিরাও

দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে একদিনের সিরিজের পরে টি২০ সিরিজ জিতে নিলেন মিতালি রাজ, হরমনপ্রীত কউররা।

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি ও রোহিত শর্মাদের নিয়ে মাতামাতির মাঝে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে একদিনের সিরিজের পরে টি২০ সিরিজ জিতে নিলেন মিতালি রাজ, হরমনপ্রীত কউররা। এদিন পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেন হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা দল।

দক্ষিণ আফ্রিকায় ডবল সিরিজ জিতে গর্ব বাড়ালেন মিতালিরাও

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তোলে ভারত। মিতালি রাজ অনবদ্য ৬২ রান করেন। নবাগতা জেমাইমা রডরিগেজ ৪৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রুমেলি ধর তিনটি করে উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটসউইমেনদের কোমর ভেঙে দেন।

মিতালি রাজ অনবদ্য ৬২ রান করেন

অনবদ্য অর্ধশতরানের জন্য মিতালি রাজ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এদিন টি২০ কেরিয়ারের ১৩তম অর্ধশতরান করে ফেলেন মিতালি।

এদিকে একদিনের সিরিজে ২-১ জেতার পরে টি২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে মহিলা ক্রিকেট দলও নয়া ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকার মাটিতে।

English summary
India vs South Africa women 5th T20: All-round India seals series in style
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X