For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের

হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের

Google Oneindia Bengali News

এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে একদিনের সিরিজ পকেটে পুরে নিল ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কউরের অধিনায়কোচিত ইনিংসের উপর ভর করে ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে ৮৮ রানে পরাজিত করল ভারত।

হরমনপ্রীতেরবিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের

বৃহস্পতিবারের এই ম্যাচে ক্যান্টাবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস। টার্গেট সামনে রেখে রান তোলার জন্য তিনি আত্মবিশ্বাসী হলেও মাঠের মধ্যে তাঁর দলের বোলার এবং ব্যাটাররা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৩ রান তোলে ভারত। পাহাড়প্রমাণ রানের মূল কারিগর অধিনায়ক হরমনপ্রীত কউর। ১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হরমনপ্রীত। ১৮টি চার এবং ৪টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অলরাউন্ডার হারলিন দেওল করেন ৫৮ রান। স্মৃতি মন্ধনার ব্যাট থেকে আসে ৪০ রান। ধারাবাহিকতা বজায় রেখে ব্যর্থ হয়েছেন অপর ওপেনার শেফালি বর্মা (৮)। যোগ্যতার ভিত্তিতে নাকি কোনও বিশেষ কোটায় ব্যর্থ শেফালিকে দিনের পর দিন বয়ে আসছেন নির্বাচকরা তার উত্তর খুঁজে পাওয়া মুশকিল। ইংল্যান্ডের হয় একচি করে উইকেট পান লরেন বেল, কেট ক্রস, ফ্রেয়া কেম্প, চার্লোটে ডিন, সোফি একলেস্টন।

ভারতের দেওয়া বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের মহিলা দলের ইনিংস শেষ হয়ে যায় ৪৪.২ ওভারে ২৪৫ রানে। টপ অর্ডারের ব্যর্থতা এবং রানের চাপে উইকেট ক্রমাগত হারায় ইংল্যান্ড। ড্যানিয়েলি ওয়াট সর্বাধিক ৬৫ব রান করেন ব্রিটিশ দলটির হয়ে। এলিস ক্যাপসি করেন ৩৯ রান, লোয়ার অর্ডারে চার্লোটে ডিন করেন ৩৭ রান। প্রথম তিন ব্যাটসম্যান ইংল্যান্ডের রান পাননি। ট্যামি বেমন্ট ৬ রানে রান আউট হন। অপর ওপেনার এমা ল্যাম্ব করেন ১৫ রান। সোফি ডাঙ্কলি ১ রানে বোল্ড হন রেণুকা সিং-এর বলে। ভারতীয় মহিলা দলের হয়ে চারটি উইকেট পান রেণুকা সিং, দু'টি উইকেট পান ডায়ালান হেমলতা, একটি করে উইকেট পান দীপ্তি শর্মা এবং শেফালি বর্মা। ঝুলন গোস্বামী একটিও উইকেট পাননি। সিরিজের শেষ ম্যাচটি ভারতীয় মহিলা দল এবং ইংল্যান্ডের মহিলা দল খেলবে ২৪ সেপ্টেম্বর লর্ডসে।

English summary
India Women beat England Women by 88 runs to clinch WODI series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X