For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ট উইন ম্যাচে দুরন্ত জয় ভারতের মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ভাগ্যনির্ধারণ লক্ষ্ণীবারে

মাস্ট উইন ম্যাচে দুরন্ত জয় ভারতের মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ভাগ্যনির্ধারণ লক্ষ্ণীবারে

Google Oneindia Bengali News

স্মৃতি মন্ধনার চওড়া ব্যাটের উপর নির্ভর করে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারতীয় মহিলা দল। তিন ম্যাচের টি-২০ সিরিজে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ১-১ ব্যবধানে।

মাস্ট উইন ম্যাচে জয়:

মাস্ট উইন ম্যাচে জয়:

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ৯ উইকেটে পরাস্ত হওয়ার ফলে এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়া অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচে হার মানেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে ফেলত আয়োজক দেশ ইংল্যান্ড। তবে, মাস্ট উইন ম্যাচে জিততে ভারতের সমস্যা হয়নি, নেপথ্যে অবশ্যই ব্যাটে দুর্ধর্ষ স্মৃতি মন্ধনা এবং বল হাতে স্নেহ রানা।

টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড:

টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড:

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস। কিন্তু তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হয় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটস ম্যানের সর্বোচ্চ রান ছিল ৬। দুই ওপেনার যথাক্রমে করে ৫ এবং ৬ রান। তিন নম্বরে খেলতে আসা অ্যালিসে কেপসি ৪ রান করেন। আহামরি রান পাননি ব্রোয়নি স্মিথ (১৬) এবং অধিনায়ক অ্যামি জোনস (১৭)। ৫৪ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। বরং লোয়ার অর্ডারে মাইয়া বাউচারের ৩৪ রান এবং ফ্রেয়া কেম্পে অপরাজিত ৫১ রানের সৌজন্যে লড়াই চালানোর মতো জায়গায় পৌছায় ইংল্যান্ড। ২০ ওভারে তারা তোলে ১৪২/৬ রান। ভারতের হয়ে তিনটি উইকেট নেন স্নেহ রানা। একটি করে উইকেট পান রেনুকা সিং এবং দীপ্তি শর্মা।

জয় তুলতে মাত্র দুই উইকেট খরচ হয় ভারতের:

জয় তুলতে মাত্র দুই উইকেট খরচ হয় ভারতের:

১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৬.৪ ওভারে ২ উইকেট খরচ করে ১৪৬ রান তুলে নেয় ভারতীয় মহিলা দল। ভারতের এই জয়ের অন্যকম স্থপতি স্মৃতি মন্ধনার ব্যাট থেকে আসে ৭৯ রানের অপরাজিত ইনিংস। স্মৃতির সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ২৯ রান করে অপরাজিত থাকা ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। এই ম্যাচেও প্রত্যাশিত রান পাননি অপর ওপেনার শেফালি বর্মা (২০) এবং ডায়ালান হেমলতা (৯)।

ভাগ্য নির্ধারণ শেষ ম্যাচে:

ভাগ্য নির্ধারণ শেষ ম্যাচে:

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের মধ্যে ভারত এবং ইংল্যান্ড একটি করে ম্যাচে জয় পাওয়ায় ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে সিরিজ। তৃতীয় ম্যাচটি সিরিজের নির্ণায়ক হতে চলেছে। ১৫ সেপ্টেম্বর ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শেষ ম্যাচটি আয়োজিত হবে।

বিশ্ব ক্রমতালিকায় উন্নতি এইচ এস প্রণয়-সাইনা নেহওয়ালের, সেরা দশে জায়গা ধরে রাখলেন পিভি সিন্ধু-লক্ষ্য সেনবিশ্ব ক্রমতালিকায় উন্নতি এইচ এস প্রণয়-সাইনা নেহওয়ালের, সেরা দশে জায়গা ধরে রাখলেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন

English summary
India Women beat England Women by 8 wickets in the second T20I at County Ground, Derby. This had been a must win match for India to stay alive in the series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X