For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও দিনও সুপার ওভার না খেলে, টানা দুই জয়, বিরাট জানালেন নতুন শিক্ষা দিল দুই ম্যাচ

কোনও দিনও সুপার ওভার না খেলে, টানা দুই জয়, বিরাট জানালেন নতুন শিক্ষা দিল দুই ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে টানা দুটি সুপার ওভার জয়। যারপর উচ্ছ্বসিত ভারত অধিনায়ক বিরাট কোহলি। হ্যামিলটনের পর এবার ওয়েলিংটন। টানা দুই ম্যাচে সুপার ওভারে রান তাড়া করতে নেমে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">On a scale of 1 to 🔥, rate this super last over by Shardul Thakur!<a href="https://twitter.com/imShard?ref_src=twsrc%5Etfw">@imShard</a> <a href="https://twitter.com/hashtag/NZvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#NZvIND</a> <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://t.co/Nk7U7JU8bo">pic.twitter.com/Nk7U7JU8bo</a></p>— Whistle Podu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) <a href="https://twitter.com/CSKFansOfficial/status/1223202490784419840?ref_src=twsrc%5Etfw">January 31, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ম্যাচ জয়ের পর বিরাটের প্রথম প্রতিক্রিয়া

এই জয়ের পর ভারত অধিনায়ক বলেছেন, 'এই চেয়ে উত্তেজক ম্যাচ আর হতে পারে না। এমন উত্তেজক ম্যাচগুলো থেকে আমরা অনেক কিছু শিখছি।'

কী শিখলেন বিরাট

বিরাট বলেছেন, 'এমন নাটকীয় রুদ্ধশ্বাস ম্যাচগুলি থেকে আমরা চাপের মুহূর্তে শান্ত থাকতে শিখছি। শেষ দুই ম্যাচ থেকে আমরা শিখেছি যে কীভাবে প্রতিপক্ষ যখন ভালো খেলে, তখন নিজেদেরকে আরও শান্ত রাখতে হয়। শুধু ম্যাচে কামব্যক করার অপেক্ষায় মনসংযোগ করা উচিত।'

কোনও দিনও সুপার ওভার না খেলে, টানা দুটিতে জয়

এর আগে ২০০৭ সালে একবার মাত্র টি-২০ ক্রিকেটে ভারত ম্যাচ টাই করেছে। ২০০৭ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের লড়াইয়ে ম্যাচ টাই হয়েছিল। সেই লড়াইয়ে বোল আউটে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল। এরপর ২০২০ সালে আরেক টি-২০ বিশ্বকাপের বছরে এসে টানা দুই ম্যাচে সুপার ওভার খেলল ভারত। বিরাট বলেছেন, 'এর আগে সুপার ওভার খেলার কোনও অভিজ্ঞতা ছিল না। সেখান থেকেই টানা দুটি ম্যাচ সুপার ওভারে জিতলাম। দারুণ প্রাপ্তি।

সুপার ওভারে নিজেকে নয় অন্য কাউকে পাঠানোর ভাবনা ছিল

বিরাট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেছেন,রাহুলের সঙ্গে তিনি সঞ্জু স্যামসনকে পাঠানোর ভাবনায় ছিলেন। পরে রাহুলের পরামর্শ মেনে অর্ডার পরিবর্তন করেন। রাহুল-বিরাটের পর সঞ্জুকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সুপার ওভারে রাহুল ৩ বলে ১০ ও বিরাট ২ বলে ৬ রান করে ১৪ রানের টার্গেট পূরণ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয়।

উল্লেখ্য সঞ্জু ব্যাটে এদিন ব্যর্থ হলেও তাঁর প্রশংসা করেছেন বিরাট। ভবিষ্যতে তাঁকে আরও ব্যাক আপ করা হবে বলে বিরাট উল্লেখ করেন।

English summary
India Win 2nd Super Over: Another Super Over win for Virat, India sealed a 4-0 lead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X