For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সৌরভের বাজি ভারতই, তবে চুনকাম নাকি হবে না মত দাদা'র

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯-০ সিরিজ জিতে দেশে ফিরেছে ভারত। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রাক্তন ভারত অধিনায়কের বাজি কারা, কী বলছেন সৌরভ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের আগে সৌরভের বাজি ভারতই। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯-০ সিরিজ জিতে দেশে ফিরেছে বিরাট এন্ড কোং। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আলাদা বলগেম হতে চলেছে এমনটা মনে করেছেন সৌরভ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সৌরভের বাজি ভারতই, তবে চুনকাম নাকি হবে না মত দাদা'র

সৌরভ বলেছেন, 'ভারতের মাটিতে ভারতকে হারানো খুবই শক্ত। ভারত নিশ্চিতভাবেই জিতবে, তবে ৫-০ জেতা সম্ভব হবে না। কারণ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা একরকম দল নয়, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী প্রতিপক্ষ। '

এদিকে ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা ঘুরিয়ে ফিরিয়ে সব তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন। নির্বাচকদের এই পদ্ধতিকে প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেছেন, 'ওঁরা তরুণদের দেখে নিতে চান, ২০১৯ বিশ্বকাপের আগে এটা একটা দারুণ পদক্ষেপ। আমাদের তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। প্রত্যেকে সুযোগ পাবে, দল তৈরি করতে গেলে এটাই কাজে লাগে। '

এদিকে যুবরাজ সিংয়ের দলে ফেরার বিষয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে ,'নিশ্চয় ও কামব্যাক করতেই পারে,যদি ও লড়াই করে তাহলে কেন ফিরতে পারবে না। কোনও কিছুই শেষের আগে শেষ হয়না।'

এদিক বাংলায় ইতিমধ্যেই বিশ্বকাপের হাওয়া ঢুক গেছে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে যুবভারতী স্টেডিয়াম। সৌরভ দারুণ খুশি নতুন রূপের যুবভারতীকে দেখে। তিনি আশা করছেন ইডেনে গার্ডেন্সকেও আরও সুন্দর করে সাজানো যাবে। এইরকম স্টেডিয়াম হলে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হওয়া সম্ভব হবে। পাশাপাশি অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে মাঠে হাজির থাকার কথা দিয়েছেন সৌরভ।

English summary
India will win series against Australia says confident Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X