For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডেই ODI শিখরে যেতে পারে ভারত, সম্ভাব্য একাদশের সঙ্গে নজরে ইডেন পার্কের পিচ ও আবহাওয়া

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ১-০ ব্যবধানে জিতেছে ভারত। আগামী বছর ভারতের মাটিতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে কাল থেকেই। অকল্যান্ডের ইডেন পার্কে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।

ভারতের কম্বিনেশন

নিউজিল্যান্ড সফরেও ভারত পূর্ণশক্তির দল নামাচ্ছে না একদিনের সিরিজে। এর আগে জিম্বাবোয়ে সিরিজেও তেমনই হয়েছিল। যদিও লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত জিতে ফিরেছিল সেই সফর থেকে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেও ভারত জেতে দ্বিতীয় সারির দল নামিয়ে। শিখর ধাওয়ান নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দেবেন। ওপেন করতে নামবেন শুভমান গিলের সঙ্গে। ঋষভ পন্থকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। দীপক হুডা বোলিং করতে পারেন বলে প্রথম একাদশে থাকবেন বলেই মনে করা হচ্ছে। টি ২০ সিরিজেও তিনি বল হাতে উইকেট তুলে নিয়েছিলেন। সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে। কুলদীপ যাদবের চেয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়ার নিরিখে এগিয়ে যুজবেন্দ্র চাহাল।

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড কোন রণকৌশলে?

২০১৯ সালের বিশ্বকাপের পর ৬টি ওডিআই খেলা কেন উইলিয়ামসন নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডকে। মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টের বাইরে চলে গিয়েছেন। গাপটিল এখনই অবসর নিচ্ছেন না বলে জানিয়ে উইলিয়ামসন বলেন, এই ওপেনারকে মিস করবে তাঁর দল। পাঁচ বোলার নিয়ে খেলার স্ট্র্যাটেজি থেকে নিউজিল্যান্ড সরবে না বলেই মনে করা হচ্ছে। ম্যাট হেনরি ও টম লাথামকে খেলানো হতে পারে। ইশ সোধি একদিনের দলে নেই। মিলনে টি ২০ সিরিজে প্রচুর রান দিয়েছেন। লাথাম দলে এলে ডেভন কনওয়েকে উইকেটকিপিং করতে হবে না।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন

পিচ ও আবহাওয়ার পূর্বাভাস

পিচ ও আবহাওয়ার পূর্বাভাস

ইডেন পার্কের মাঠটিতে রাগবি খেলা হয়। সোজা বাউন্ডারি খুব ছোট। ফলে বোলাররা শর্ট বল ও ব্যাটারদের শরীর থেকে দূরে বোলিং করার রণকৌশল নিতে পারেন। উইকেটকিপারের পিছনের বাউন্ডারি ছোট হওয়ায় সূর্যকুমার যাদবের শটগুলি কার্যকরী হতে পারে। এই মাঠে গড়ের নিরিখে স্পিনারদের ইকনমি ৪.৭৯, যা পেসারদের ৫.০৩-এর চেয়ে ভালো। আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে বাতাস বইবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভারতীয় সময় সকাল সাতটা থেকে খেলা শুরু।

ভারতের সামনে শীর্ষে ওঠার হাতছানি

ভারতের সামনে শীর্ষে ওঠার হাতছানি

আইসিসির একদিনের আন্তর্জাতিকে দলগত র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডে। তাদের রেটিং পয়েন্ট ১১৪। ইংল্যান্ড আছে দুইয়ে (১১৩), ভারত রয়েছে তিনে (১১২), অস্ট্রেলিয়া চারে (১১২)। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান ২। ভারত যদি তিনটি ম্যাচেই জেতে তাহলে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করতে পারবে। নিউজিল্যান্ড সেক্ষেত্রে নেমে যাবে চারে। যদি ভারতের বিরুদ্ধে কিউয়িরা সিরিজ জেতে তাহলে এক নম্বর জায়গা ধরে রাখতে পারবে। ভারত যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে তাহলে মেন ইন ব্লুর রেটিং পয়েন্ট ইংল্যান্ডের সমান ১১৩ হবে। ৫০ ওভারের বিশ্বজয়ীদের সঙ্গে ভারত যুগ্মভাবে শীর্ষস্থানে চলে যাবে।

বাংলাদেশ সফরে ভারতের দল নির্বাচনে জাতপাতের অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় সমালোচিত বিসিসিআইবাংলাদেশ সফরে ভারতের দল নির্বাচনে জাতপাতের অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় সমালোচিত বিসিসিআই

English summary
India Will Target The Number 1 Spot In ICC ODI Rankings. The First Match Will Be Played At Eden Park In Auckland. Pitch Report, Weather Forecast And Predicted XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X