For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে যাবে ভারত, প্রকাশিত ক্রীড়াসূচি

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ শেষ হচ্ছে ১৩ নভেম্বর। ডিসেম্বরেই ভারতীয় দল যাবে বাংলাদেশ সফরে। তার ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সফরে গিয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ও দুটি টেস্ট খেলবে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে ভারত নিশ্চিতভাবেই চাইবে এই দুটি টেস্ট জিততে।

টি ২০ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে যাবে ভারত

ডিসেম্বরের ১ তারিখ ভারতীয় দল বাংলাদেশে পৌঁছে যাবে। একদিনের আন্তর্জাতিক ম্য়াচগুলির পাশাপাশি দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়। প্রথম টেস্টটি হবে চট্টগ্রামে। ভারতের বাংলাদেশ সফর শুরু হবে একদিনের সিরিজ দিয়ে। তারপর দ্বিতীয় টেস্ট। বড়দিন এবার বাংলাদেশেই কাটবে ভারতীয় দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী ডিসেম্বরের ৪, ৭ ও ১০ তারিখ তিনটি একদিনের ম্যাচ হবে ঢাকায়।

এরপর সেখান থেকে ভারত ও বাংলাদেশ দল পৌঁছে যাবে চট্টগ্রামে। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে সেখানে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট। সেখান থেকে দ্বিতীয় টেস্ট খেলার জন্য দুই দল ফের যাবে ঢাকায়। ডিসেম্বরের ২২ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। পাঁচ দিন খেলা গড়ালে সেই টেস্ট হবে ২৬ তারিখ। ২৭ ডিসেম্বর ভারতীয় দল দেশে ফিরবে বলেই আপাতত ঠিক রয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে, ভারতের সাফল্যের হার ৫২.০৮ শতাংশ। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের সাফল্যের শতকরা হার ৭০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সাফল্যের হার ৬০ শতাংশ। শ্রীলঙ্কা রয়েছে তিনে, সাফল্যের হার ৫৩.৩৩ শতাংশ। তবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ফল করলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। ওভালে সেই ফাইনাল ম্যাটটি হবে জুনের ২৩ তারিখ থেকে। ফেব্রুয়ারি-মার্চে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে। ২০১৫ সালে শেষবার বাংলাদেশে ভারতীয় দল গিয়েছিল মাল্টি ফরম্যাট সিরিজ খেলতে। সেবার একমাত্র টেস্টটি ড্র হয়েছিল। একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে টাইগাররা অনেক বড় দলকেই বেগ দিয়েছে। ফলে ভারতকেও শক্ত চ্যালেঞ্জই সামলাতে হবে। মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপের পর টেস্ট দলের তারকাদের বিশ্রাম দিতে একদিনের সিরিজে দ্বিতীয় সারির দলও খেলানো হতে পারে।

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়া নামিবিয়াটি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়া নামিবিয়া

English summary
India Will Play 3 ODIs And Two Tests During Bangladesh Tour In December. ODIs And Second Test Will Be Played In Dhaka. First Test Will Be Played In Chattogram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X