For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে কী পরিবর্তন আনছে ভারত, টস হারলেন হার্দিক

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জেতেন এবং টসে জিতে প্রথম ব্যাট করা সিদ্ধান্ত নেন। হার্দিক পান্ডিয়াও বলেন, তিনি টস জিতলে আগে ব্যাট নিতেন।

Google Oneindia Bengali News

একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেও রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারত। এই অবস্থায় তিন ম্যাচের সিরিজে ভারত রবিবার মাস্ট উইন ম্যাচ খেলতে নামছে লখনউতে। লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাই সাবধানী হার্দিক পান্ডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে কী পরিবর্তন আনছে ভারত, টসে জিতে

এদিন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জেতেন এবং টসে জিতে প্রথম ব্যাট করা সিদ্ধান্ত নেন। হার্দিক পান্ডিয়াও বলেন, তিনি টস জিতলে আগে ব্যাট নিতেন। এর ফলে ভারতে এদিন রান তাড়া করে দিততে হবে সিরিজে টিকে থাকতে গেলে। এদিন ম্যাচে ভারতের একটিই পরিবর্তন হয়েছে। উমরান মালিকের জায়গায় এসেছেন যুজবেন্দ্র চাহাল।

এই মাস্ট উইন ম্যাচে ভারত প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে। প্রথম ম্যাচে ব্যাটিং মুখ থুবড়ে পড়লেও একই লাইন আপ রেখে দিচ্ছে ভারত। বোলিংয়েও শুধু এক ফাস্ট বোলারকে বসিয়ে স্পিনার এনেছে ভারত। অর্শদীপ সিং প্রথম ম্যাচে শেষ ওভারে ২৭ রান দিয়েছিলেন। অর্শদীপের উপর আস্থা রাখছে টিম ইন্ডিয়া। উমরান মালিককে বসিয়ে আনা হয়েছে চাহালকে। নিউজিল্যান্ডের প্রথম একাদশ অপরিবর্তিত থাকছে।

মিচেল স্যান্টনার টস জেতার পর বলেন, পরিসংখ্যান বলছে এই গ্রাউন্ডে ম্যাচ এটি তাড়া করা কঠিন। এছাড়াও পিচ দেখে মনে হচ্ছে যত সময় গড়াবে, ততই টার্ন নেবে উইকেট। স্পিনাররা সাহায্য পাবে। এখানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সবক'টিই জিতেছে প্রথমে ব্যাট করা দল। তাই আমরাও সিদ্ধান্ত নিলাম প্রথম ব্যাট করার।

ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, টস জিতলে আমিও প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। ভারত সেই কথা চিন্তা করেই দলে একজন বাড়তি স্পিনার রেখেছিলেন তারা। যুজবেন্দ্র চাহাল দলে আসায় উমরান মালিককে বাইরে থাকতে হচ্ছে। ভারত এই ম্যাচে ভরসা রাখছে কুলচা জুটির উপর। অর্থাৎ কুলদীপ ও চাহালের স্পিনে ভরসা রেখে এই ম্যাচ বের করতে চাইছে ভারত। অর্শদীপ সিং গত ম্যাচে নো বলের প্রকোপে পড়েছিলেন। এই ম্যাচে তিনি সেই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারেন কি না সেদিকেও তাকিয়ে ভারত।

ভারতের প্রথম একাদশ: ঈশান কিষান, (উইকেটরক্ষক), শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, ইশ সোধি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

English summary
India will field first against New Zealand to defeat toss in second T20 must win match at Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X