For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! জোরালো সম্ভাবনার বাস্তবায়ন কোন পথে?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা উজ্জ্বল। আজই নিশ্চিত হয়ে গিয়েছে গ্রুপ ২ থেকে ভারত ও পাকিস্তানের শেষ চারে ওঠার বিষয়টি। নেদারল্য়ান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরই ভারতের সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে বাবর আজমের পাকিস্তান।

ভারত ও পাকিস্তান সেমিফাইনালে

ভারত ও পাকিস্তান সেমিফাইনালে

পয়েন্ট তালিকায় নেট রানের নিরিখে ভারতের চেয়ে এগিয়ে থেকে গ্রুপশীর্ষে রয়েছে পাকিস্তান। যদিও ভারত আজ মেলবোর্নে জিম্বাবোয়েকে হারিয়ে দিলেই ফের শীর্ষস্থান দখল করে নেবে। সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। গতকাল ইংল্যান্ড শেষ চারের টিকিট কনফার্ম করে ফেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে। যার জেরে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সম্ভাব্য প্রতিপক্ষ

সম্ভাব্য প্রতিপক্ষ

গত টি ২০ বিশ্বকাপে ভারত সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছিল। পাকিস্তান হেরে গিয়েছিল সেমিফাইনালে। শেষ অবধি নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি ২০ বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ভারত এদিন জিম্বাবোয়েকে হারিয়েই সেমিফাইনালে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বুধবার সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান। বৃহস্পতিবার অ্যাডিলেডে হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। তবে যদি ভারত হেরে যায় জিম্বাবোয়ের কাছে, তাহলে বুধবার ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তান বৃহস্পতিবার খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও প্রথম ক্ষেত্রের সম্ভাবনাই বেশি।

২০০৭ সালের পুনরাবৃত্তি?

২০০৭ সালের পুনরাবৃত্তি?

ভারত-পাকিস্তান ফাইনাল হবে নিশ্চিতভাবেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা চরমে উঠবে। বিশ্বকাপের আসরে একমাত্র গতবারই ভারত হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। এবারের বিশ্বকাপে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তান সেমিফাইনালে যাওয়ায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি অনেকেই প্রার্থনা করছেন ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্য। যা আইসিসি তো বটেই লাভবান করে তুলবে সম্প্রচারকারী সংস্থাকেও। বিজ্ঞাপনদাতারা যেমন আগ্রহী হবেন, তেমনই দর্শকাসন ফাঁকা থাকবে না। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জেতে ভারত। এরপর পাকিস্তানকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তারপর মেন ইন ব্লু আর টি ২০ বিশ্বকাপ জেতেনি। ১৩ নভেম্বর ২০০৭ সালের পুনরাবৃত্তি হতেই পারে।

ভারত বনাম জিম্বাবোয়ে

এদিকে, চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় অর্ধশতরান এদিন এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫১ রান করে আউট হয়েছেন। ১৩ বলে ১৫ রান করেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি ২৫ বলে ২৬ রান করে আউট হয়েছেন। দীনেশ কার্তিকের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে অবশ্য তার সদ্ব্যবহার করতে পারেননি ঋষভ পন্থ। ৫ বলে ৩ রান করেই তিনি সাজঘরে ফিরেছেন। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫।

English summary
India Will Face Pakistan In T20 World Cup Final After 2007 If Both Of The Teams Win Semi Final Matches. India And Pakistan Have Reached The Semi Finals From Group 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X