For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

  • |
Google Oneindia Bengali News

অফ ফর্ম যেন পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত চেন্নাইয়ে ব্যাট হাতে জাতীয় দলের হয়ে বড় রান পেয়েছেন ঋষভ পন্থ। ৬৯ বলে ৭১ রানের ইনিংস খেলে গ্যালারির দর্শকদের মন ভরাতে পেরেছেন এই বাঁ-হাতি। এবার কোচের থেকে পরামর্শ পাওয়ার পর তাঁর ব্যাটিংয়ে পরিবর্তন করাতেই রানে ফিরলেন পন্থ এমনটাই জানা গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

পন্থের কোচ তারাক সিং সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে দিল্লির সনেট ক্লাবে এসেছিলেন পন্থ। ব্যাটের সুইং নিয়ে পরামর্শ নিয়ে যান তারকা ক্রিকেটার। সেই পরামর্শ মেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই রান পায় পন্থ।'

ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

হায়দরাবাদে প্রথম টি-টোয়েন্টিতে ৯ বলে ১৮ রান করার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ রানে অপরাজিত ছিলেন ঋষভ। এরপর ফাইনাল ম্যাচে অবশ্য ০ রানে আউট হন। ওডিআই সিরিজে নতুন করে শুরু করে এরপর ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ওডিআইয়ে পন্থের এটাই সর্বোচ্চ স্কোর। চেন্নাই ম্যাচের এই ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ১টি ছয় দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

কোচ তারাক সিনহা আরও জানিয়েছেন, 'ক্লাবে এসে পন্থ অনেকটা রিল্যাক্স ছিল। সঠিক শটের অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমস্যায় পরার কথা পন্থ জানায়। ব্যাটের সুইংয়েও সমস্যা হওয়ার কথা পন্থ জানিয়েছিল।'

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ফর্ম ফিরে পেতে কোচের কাছে ছুটেছিলেন পন্থ

প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান তথা বর্তমানে শিখর ধাওয়ান-ঋষভ পন্থদের ছোটবেলার কোচ এখানে না থেমে আরও জানিয়েছেন, 'ওর সমস্যাগুলো শুনে নিয়ে আমি ওকে অফ সাইডে নজর দিতে বলি। এর আগে পন্থ অফের বাইরের বল অন সাইডে ড্র্যাগ করে নিয়ে গিয়ে খেলছিল। সেই ভুল শুধরে অফ সাইডে জোর দিতে পরামর্শ দিই।'

English summary
India vs West indies: Rishabh Pant takes Suggestion From Coach Tarak Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X