For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোট টেস্ট, দুদিনেই ম্যাচ প্রায় ভারতের মুঠিতে! খেলার ইচ্ছেই যেন হারাল ওয়েস্ট ইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ রাজকোট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ম্যাচ রিপোর্ট। 

Google Oneindia Bengali News

রাজকোট টেস্টের প্রথম দিন থেকেই ম্যাচের রাশ হাতে নিয়েছিল ভারত। আর দ্বিতীয় দিনের খেলা শেষে বলা যেতে পারে এই টেস্ট ৯০ শতাংশই ঝুঁকে পড়েছে ভারতের দিকে। দেড়দিন ব্য়াটের পর এক সেশনেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের অর্ধেকের বেশি গুটিয়ে দিল ভারতের বোলাররা। খেলা দেখে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের খেলার ইচ্ছেটাই শুষে নিয়েছেন ভারতীয়রা।

রাজকোট টেস্ট, দুদিনেই ম্যাচ প্রায় ভারতের মুঠিতে! খেলার ইচ্ছেই যেন হারাল ওয়েস্ট ইন্ডিজ

এদিন ৪ উইকেটে ৩৬৪ রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত। তারপর চা বিরতি পর্যন্ত ব্য়াট করে ভারত ৯ উইকেট হারিয়ে গড়েছিল ৬৪৯ রানের পাহাড়। প্রথম দিন পৃথ্বী শয়ের অভিষেক টেস্টে শতরানের পর এদিন রবীন্দ্র জাদেজা পেলেন তাঁর প্রথম টেস্ট শতরান। আর ব্র্য়াডম্যানের পর সবচেয়ে কম ইনিংসে ২৪ শতরানে পৌঁছনোর রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শতরান থেকে ৮ রান দূরে থামেন ঋষভ পন্থ।

অপরদিকে চা বিরতির পর মাত্র এক সেশনেই ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাট করা দেখে মনে হয়েছে ব্যাটিং নিয়ে তাদের কোনও পরিকল্পনাই নেই। প্রথম থেকেই আগুনে বল করা শুরু করেছিলেন মহম্মদ শামি ও উমেশ যাদব। মাত্র ৪ ওভারে বল করেই শামি ৫ রান দিয়ে তুলে নেন ব্রেথওয়েট (২) ও কিয়েরন পাওয়েল (১)কে।
এরপর যেখানে উইকেটে পড়ে থেকে ইনিংস গড়ার দিকে মন দেওয়া দরকারি ছিল ওয়েস্ট ইন্ডিজের সেখানে একের পর এক পরিকল্পনাহীন শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৮ ওভারের মধ্যেই অশ্বিনকে আক্রমণে এনেছিলেন কোহলি। ম্যাচে তাঁর দ্বিতীয় ওভারেই শাই হোপ (১০)-কে তুলে নেন অশ্বিন।

এরপর ফের একবার দেখা যায় জাদেজার জাদু। হেতমিয়ার রান আউট হন ১০ রানে। অবশ্য এক্ষেত্রে জাদেজার কৃতিত্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্য়ানদের বোঝাপড়ার ভুল বেশি। বল মিড অনে জাদেজার হাতে যাচ্ছে দেখেও প্রথমে তারা রান নিতে গিয়েছিলেন। কিন্তু যতক্ষণে বোঝেন রান সম্ভব নয় ততক্ষণে দেরি হয়ে গিয়েছে।

বোর্ড প্রেসিডেন্ট দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শতরানকারী সুনীল অম্বরিশ (১২) কে তুলে নিয়ে বল হাতেও ম্যাচে ছাপ রাখা শুরু করেন জাদেজা। আর ওয়েস্ট ইন্ডিজের ফউকেট রক্ষক ডাওরিচ (১০)-এর উইকেট নিয়ে উিকেট সংগ্রহকারীদের তালিকায় নাম লেখান কূলদীপও।

আপাতত ক্রিজে কিছুটা ভরসা দিয়েছেন রোস্টন চেজ (২৭*)। তাঁর সঙ্গে ১৩ রানে অপরাজিত আছেন কীমো পল। এখনও ৫৫৫ রানে বারতের থেকে পিছিয়ে আছে তারা। আগামীকাল ফলো অন তাদের হচ্ছেই।

দিনটা অবশ্য ছিল জাদেজার। বল ও ফিল্ডিংয়ে দুটি উইকেট নেওয়ার আগে পেলেন জীবনের প্রথম টেস্ট শতরান (১০০*)। মূলত টেলএন্ডারদের নিয়ে ব্য়াট করে তিনিই ভারতকে ৬০০ রান পার করিয়ে দেন। মারেন ৫টি ৬ ৫টি ৪।

তার আগে দিনের প্রথম সেশনটা রাজ করেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের মাঠে অভিষেক টেস্টেই চতুর্থ ইনিংসে শতরান করার পর এদিন তার পরের টেস্টেও শতরান প্রায় করেই ফেলেছিলেন তিনি। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে তিনি দেবেন্দ্র বিশুর বলে ফ্লাইট মিস করে শতরানের থেকে মাত্র ৮ রান দূরে থেমে যান। ৮৪ বলে তিনি করলেন ৯২। গোটা ইনিংসে ৮টি ৪ ও ৪টি ৬ মারেন তিনি।

বিরাট কোহলিও এদিন প্রত্যাশা মতোই তাঁর ২৪তম শতরান তুলে নেন। শেরমান লুইসের বলে দেবেন্দ্র বিশু হাতে ধরা পড়েন তিনি। করে যান ১৩৯ রান।

[আরও পড়ুন: প্রহেলিকার নাম রবীন্দ্র জাদেজা - ভারতের সবথেকে ধারাবাহিক অলরাউন্ডারের কাহিনী ভারি অদ্ভুত][আরও পড়ুন: প্রহেলিকার নাম রবীন্দ্র জাদেজা - ভারতের সবথেকে ধারাবাহিক অলরাউন্ডারের কাহিনী ভারি অদ্ভুত]

English summary
The match report of India vs West Indies Rajkot test at the end of the second day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X