For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ে শেষ লড়াই! টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ, আগে ব্যাটের সিদ্ধান্ত, ভারতীয় দলে ফিরলেন 'ঘরের ছেলে'

চেন্নাইয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি২০আই ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করছে ওয়েস্ট ইন্ডিজ। জেনে নিন দুই দলের প্রথম একাদশ। 

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ টি২০আই ম্যাচে টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। জানালেন চেন্নাইতে বেশিরভাগ দলই আগে ব্য়াট করে। ভারত অধিনায়ক রোহিত বললেন তাঁরা আগে বলই করতে চেয়েছিলেন। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলছেন। তাই বড় রানের লক্ষ্যমাত্রা থাকলেও তুলতে অসুবিধা হবে না।

চেন্নাইয়ে শেষ লড়াই! টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ

তবে এদিনের উইকেটের চরিত্র নিয়ে দ্বিমত রয়েছে দুই অধিনায়কের মধ্যে। ব্রেথওয়েট জানান, উইকেট দেখে তাঁর মনে হয়েছে শুকনো। তাই পরে উইকেট মন্থর হয়ে যেতে পারে। অপর দিকে রোহিতের মতে উইকেটে পরের দিকে বিশেষ পরিবর্তন আশার সম্ভাবনা নেই।

এদিন ক্যারিবিয়ানরা তাঁদের সম্মান রক্ষা করতে ও তাঁদের সমর্থকদের আনন্দ গদিতে চান বলে দাবি করেছেন ব্রেথওয়েট। আগের ম্য়াচের দলই অপরিবর্তিত রেখেছে তারা। ভারতীয় দলে কুলদীপের জায়গায় এসেছেন চাহাল। আর ঘরের মাঠে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -

ওয়েস্ট ইন্ডিজ: শাই হোপ, শিমরন হেতমিয়ার, ড্যারেন ব্রাভো, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, কিয়েরন পোলার্ড, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, কীমো পল, খারি পিয়ের, ওশানে থমাস।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভূবনেশ্বর কুমার, কে খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল,

English summary
West Indies has won the toss and elected to bat first. Find out the playing eleven of two sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X