For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ জয়ের হাতছানি ভারতের, লড়াইয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

বোলিং দাপটে ভর করে শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতেছে ভারত। যার সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নীল জার্সীধারীরা। রবিবার একই মাঠেই সিরিজের দ্বিতীয় লড়াই।

  • |
Google Oneindia Bengali News

বোলিং দাপটে ভর করে শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতেছে ভারত। যার সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নীল জার্সীধারীরা। রবিবার একই মাঠেই সিরিজের দ্বিতীয় লড়াই। এদিন জিতলেই কোহলিদের সামনে সিরিজ পকেটে পুরে ফেলার সুযোগ থাকছে।

ব্যাটিং ভরাডুবি থেকে সাবধান

ব্যাটিং ভরাডুবি থেকে সাবধান

শনিবার, ক্যারিবিয়ানদের ৯৫ রানে গুটিয়ে দেওয়ার পর, ভারতীয় ব্যাটিং কিন্তু হতাশ করেছে। ৯৬ রান তাড়া করতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়েছে ভারত। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮তম ওভারে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু। ওপেনিং থেকে মিডল অর্ডারে কেউই প্রথম ম্যাচে নির্ভরযোগ্য ব্যাটিং করেননি। ঝুঁকিপূর্ণ শট খেলার রোগ না সারালে দ্বিতীয় ম্যাচে চেপে ধরতে পারে ওয়েস্ট ইন্ডিজ

চোট সারিয়ে ২২ গজে ফিরে রানের খোঁজে ধাওয়ান

চোট সারিয়ে ২২ গজে ফিরে রানের খোঁজে ধাওয়ান

বিশ্বকাপে বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছিল। সেই চোট সারিয়ে ক্যারিবিয়ান সফরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফিরলেন। সিরিজের প্রথম ম্যাচটা অবশ্য ভালো গেল না। কোটরেলের শিকার হয়ে মাত্র ১ রানে সাজঘরে ফিরতে হয়েছে। দ্রুত রানের ছন্দে ফিরতে চাইবেন ধাওয়ান।

পন্থের বোকামি

পন্থের বোকামি

কোহলি বলেছেন, ভারতীয় দলে জায়গা করে নিতে গেলে এই সফরই পন্থের সেরা সুযোগ। অধিনায়কের আস্থার অবশ্য মান রাখতে পারেননি পন্থ। ক্যারিবিয়ান সফর খেলতে গিয়ে প্রথম বলেই ঝুঁকিপূর্ণ শট খেলে ০ রানে আউট হয়েছেন। পরের পর সুযোগ পেয়েও ধৈর্য্যের পরীক্ষায় ক্রমাগত ফেল করছেন পন্থ। রোগ সারাতে না পারলে পরবর্তী সময়ে চাপে পড়তে হতে পারে পন্থকে।

প্রত্যাঘাত দিতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

প্রত্যাঘাত দিতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন দলকে নিয়ে কোনও ম্যাচ প্রেডিক্টশন চলে না। কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে যেকোনও দিন যে কোনও দলকে মাটি ধরাতে পারে। দ্বিতীয় ম্যাচ জিতে রবিবার লড়াইয়ে ফিরতে চাইবে ব্রেথওয়েটরা।

English summary
india vs west indies: 2ns t20 match preview, india have chance to win series today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X