For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা প্রথম টি ২০ আন্তর্জাতিক কাল মুম্বইয়ে, কেমন হবে দুই দলের একাদশ?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ ভালো যায়নি দুই দেশেরই। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ এখনও বছর দেড়েক দেরিতে। তবে সেই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে হার্দিক পাণ্ডিয়ার 'নিউ লুক' টিম ইন্ডিয়া।

নিউ লুক ইন্ডিয়া

নিউ লুক ইন্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে তারুণ্য নির্ভর দল গড়েছে ভারত। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি নেই। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ নেই। ফলে একঝাঁক তরুণ ক্রিকেটার নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। ৬ মাস আগে আন্তর্জাতিক অভিষেক হওয়া অর্শদীপ সিং পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন। উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার, হার্দিক পাণ্ডিয়া ও হর্ষল প্যাটেল রয়েছেন পেস বোলার হিসেবে। ভারত যদি ঈশান কিষাণের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে পাঠায় তাহলে শুভমান গিলের টি ২০ অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। যুজবেন্দ্র চাহাল টি ২০ বিশ্বকাপে না খেললেও এবার তিনি একাদশে থাকবেন। তবে ভারত ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে চাহালের লড়াই অক্ষর প্যাটেলের সঙ্গে।

ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড হাসারঙ্গা

শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড হাসারঙ্গা

ভারত টি ২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলেছে। তবে শ্রীলঙ্কা টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম এই ফরম্যাটে নামছে। তবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন গত মাসে। ভারতের যেহেতু তারুণ্য নির্ভর দল, সেখানে দাসুন শনাকার শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে সিরিজে তেমন পরিবর্তনের পথে হাঁটেনি। ফলে তুল্যমূল্য লড়াই হতে পারে। শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড অবশ্যই ওয়ানিন্দু হাসারঙ্গাষ তিনি গত বছর টি ২০-তে ৭৩টি উইকেট পেয়েছিলেন। ভারতের বিরুদ্ধে সাতটি টি ২০ আন্তর্জাতিকে তিনি ১০ উইকেট নিয়েছেন, ইকনমি ৬.৭৯। শ্রীলঙ্কার একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কাসুন রাজিথার স্থলাভিষিক্ত হতে পারেন দিলশান মাদুশঙ্কা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

হাই স্কোরিং ম্য়াচের সম্ভাবনা

হাই স্কোরিং ম্য়াচের সম্ভাবনা

ওয়াংখেড়ের বাউন্ডারি খুব বড় নয়। তাই এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। রান তাড়া করা দলই জিতেছে বেশিরভাগ ম্যাচ। গত ২ বছরে যে ৪১টি টি ২০ ম্যাচ এখানে খেলা হয়েছে তার মধ্যে পরে ব্যাট করা দল ২৪টিতে জয়লাভ করেছে। কালকের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।

নজরে পরিসংখ্যান

নজরে পরিসংখ্যান

২০২১ সাল থেকে ধরলে ভারত ও শ্রীলঙ্কা সাতটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে চারটিতে, শ্রীলঙ্কা তিনটিতে। টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হতে যুজবেন্দ্র চাহালের দরকার চারটি উইকেট। বর্তমানে চাহালের চেয়ে এগিয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার, দেশের হয়ে টি ২০-তে তিনি ৯০টি উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে ৫০তম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছেন কুশল মেন্ডিস।

English summary
India vs Sri Lanka First T20I Preview With Predicted XI And Statistics. Since The Start Of 2021, India Have A Head-To-Head Record Of 4-3 Against Sri Lanka In T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X