For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আজ শুরু তপ্ত দিল্লিতে, টি ২০ আন্তর্জাতিকের নিয়মে বড় পরিবর্তন! কেমন হবে দুই দল?

Google Oneindia Bengali News

আজ সন্ধ্যা সাতটা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ আন্তর্জাতিক। রাজধানীতে এখন প্রচণ্ড গরম। সেই কারণে আজকের ম্যাচে নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপের সময় যে নিয়ম রেখেছিল আইসিসি, এবার দ্বিপাক্ষিক সিরিজেও তেমনই পদক্ষেপের পথে বিসিসিআই।

নিয়ম বদল

নিয়ম বদল

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আজকের ম্যাচে প্রতি ১০ ওভার অন্তর জলপানের বিরতির অনুমতি দিয়েছে বিসিসিআই। দুই দলের তরফেই জলপানের বিরতি রাখার অনুরোধ এসেছিল। সে কারণেই নিয়মে কিছু রদবদল আনা হচ্ছে। টেস্ট বা একদিনের আন্তর্জাতিকে জলপানের বিরতি থাকলেও টি ২০ আন্তর্জাতিকে তেমন নিয়ম নেই। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপে এমন ব্যবস্থা রেখেছিল আইসিসি। এ ছাড়া আইপিএলেও প্রতি ৬ ওভার অন্তর স্ট্র্যাটেজিক টাইম আউট নেওয়ার অবকাশ থাকে। সে পথে হেঁটেই উল্লেখযোগ্য পদক্ষেপ বিসিসিআইয়ের।

গরমের চ্যালেঞ্জ

দিল্লির পর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুন কটকে। ১৪ জুন বিশাখাপত্তনম, ১৭ জুন রাজকোট ও ১৯ জুন বেঙ্গালুরুতে হবে বাকি ম্য়াচগুলি। ফলে এখনও পরিষ্কার নয়, আজকের ম্যাচের জন্যই প্রতি ১০ ওভার অন্তর জলপানের বিরতি থাকবে, নাকি তা গোটা সিরিজেই থাকবে। এখনও সরকারিভাবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ইতিমধ্যেই অনুশীলনের মাঝেই দুই দলের ক্রিকেটারদের জল পান করতে দেখা গিয়েছে বারবার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, গরম থাকবে আমরা জানতাম। তা যে এতটা হবে তা আশা করিনি। একটা ভালো যে, ম্যাচটা সন্ধ্যায় রয়েছে। সেই সময় কিছুটা সহ্য করা যায়। দলের ক্রিকেটাররা প্রয়োজনীয় জল পান করছেন এবং যতটা সম্ভব মানসিকভাবে চাঙ্গা থাকার প্রয়াস চালাচ্ছেন।

রাহুল হতাশ

এদিকে, ডানদিকের কুঁচকির চোটের কারণে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। দেশের মাটিতে প্রথমবার ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়েছে। এমনকী অনুশীলনে ব্যাটিংয়ের সময় হাতের চোট ছিটকে দিয়েছে কুলদীপ যাদবকেও। তাঁদের রিহ্যাব চলবে বেঙ্গালুরুর এনসিএতে। এভাবে ছিটকে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ রাহুল। তবে টুইটে জানিয়েছেন, সাইডলাইন থেকেই দলকে সমর্থন করবেন মাঠে ফেরার লড়াই চালানোর মধ্যেই। রাহুল ছিটকে যাওয়ায় ভারতের হয়ে ওপেন করবেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়।

সম্ভাব্য এগারো

ভারতের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা বা দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, রবি বিষ্ণোই বা অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল।


দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন বা ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, মার্কো জানসেন বা লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

English summary
India vs South Africa: To Counter Heat BCCI Will Allow Drinks Breaks After 10 Overs. The First T20I Will Be Played In Delhi From 7pm Onwards.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X