For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর বৃষ্টিতে ধুয়ে গেল পঞ্চম টি ২০ আন্তর্জাতিক, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ ২-২

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি ২০ আন্তর্জাতিক। চিন্নাস্বামীতে টস জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নেয়। ঋষভ পন্থ এই সিরিজে টানা পাঁচটি ম্যাচেই টস জিততে পারেননি। ভারত ব্যাট করতে নামার সময়ই বৃষ্টি নামে। এরপর ম্যাচের ওভার কমিয়ে ১৯ করা হয়। ৭টা ৫০ মিনিটে খেলা শুরুর পর ভারত যখন ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে, তখন যে বৃষ্টি নামে তা থামেনি। শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

হতাশ পন্থ

হতাশ পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবার টি ২০ আন্তর্জাতিক সিরিজ জেতার হাতছানি ছিল ভারতের সামনে। শেষ দুটি ম্যাচ যেভাবে ভারত জিতেছিল তাতে মোমেন্টামের নিরিখে ফেভারিট হিসেবেই খেলতে নামে ঋষভ পন্থের দল। সবচেয়ে বড় কথা, গোটা সিরিজে ভারত প্রথম একাদশ অপরিবর্তিত রাখে। তবে বৃষ্টিতে সিরিজ ড্র হয়ে যাওয়ায় স্বভাবতই হতাশ পন্থ। তিনি বলেন, সিরিজের ইতিবাচক দিক হলো যেভাব গোটা দল চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও ২-২ করেছে। জেতার জন্য বিভিন্ন কৌশলের অবলম্বন নিতে হচ্ছে। আমরা নতুনভাবে খেলার চেষ্টা চালাচ্ছি। ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু আমরা সঠিক পথেই এগোচ্ছি।

পরবর্তী লক্ষ্য

পরবর্তী লক্ষ্য

সিরিজের প্রতিটি ম্যাচেই টস হারার প্রসঙ্গে পন্থ বলেন, আমি এবারই প্রথম এতবার টস হারলাম। কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে নেই। ফলে এ ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। দলগতভাবে বলতে পারি, আমাদের পরবর্তী লক্ষ্য অসমাপ্ত সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে হারানো। ব্যক্তিগতভাবে আমি নিজেও দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে রয়েছি। উল্লেখ্য, আগামীকালই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন হেড কোচ রাহুল দ্রাবিড়, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। ওই টেস্টে পন্থকে সহ অধিনায়ক ঘোষণাও করতে পারে বিসিসিআই।

ভুবি সিরিজ-সেরা

ভুবি সিরিজ-সেরা

সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে ভুবনেশ্বর কুমার বলেন, ম্যান অব দ্য সিরিজ হওয়া সব সময়েই গর্বের মুহূর্ত। টি ২০ ফরম্যাটে বোলার হিসেবে তা পেলে আরও ভালো লাগে। বোলিং, ফিটনেস সব দিক দিয়েই যাতে সেরাটা দিতে পারি সে ব্যাপারে ফোকাস রেখেছিলাম। অনেক বছর খেললেও আমার ভূমিকা একই রয়েছে। পাওয়ারপ্লেতে দুই ওভার ও শেষের দিকে দুটি ওভার বল করতে হয়। এটা বদলাবে না। তবে একজন সিনিয়র হিসেবে তরুণ ক্রিকেটারদের সবরকম সহযোগিতাও চালিয়ে যাব। অধিনায়ককে ধন্যবাদ জানাব আমার ইচ্ছামতো সব কিছু করার স্বাধীনতা তিনি দিয়েছেন। এই ব্যাপারে সত্যিই আমি ভাগ্যবান।

বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি

বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়ে সিরিজ ড্র হওয়ায় অনেকেই বিসিসিআইয়ের সমালোচনা করছেন। বর্ষাকালে জুন মাসে বেঙ্গালুরুতে কখনও সান্ধ্যকালীন ম্যাচ দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার এই ম্যাচের অধিনায়ক কেশব মহারাজ বলেন, ম্যাচটি পুরো না হওয়ায় হতাশ। একটা উত্তেজক সফরের ভালো পরিসমাপ্তি হতে পারতো। কিন্তু আবহাওয়া কারও নিয়ন্ত্রণে নেই। প্রথম কয়েকটি ম্যাচে আমরা বিভিন্ন কম্বিনেশনে খেলেছি। এই প্রক্রিয়া জারি থাকবে। নানা কম্বিনেশনে খেলেই বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুতি নেব। ভারতীয় দলে একঝাঁক তারকা না থাকলেও শক্তিশালী দলের বিরুদ্ধেই যে তাঁরা খেললেন সে কথা মেনে নিয়েছেন মহারাজ।

English summary
India vs South Africa 5th T20I Has Been Abandoned Due To Rain In Bengaluru, Series 2-2. SA Have Won The Toss And Elected To Field, India Have Scored 28/2 In 3.3 Overs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X