For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি মহারণে আজ সিরিজ ফয়সলার ম্যাচ।মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে নিয়ে তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত। সিরিজের শেষে ম্যাচ আজ বেঙ্গালুরুতে

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ২০১৫ এর পর ২০১৯, ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতা হল না ভারতের। ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে গার্ডেন সিটিতে বিরাটদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্য়াচ জিতল ৯ উইকেটে।

৫২ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুন্টন ডি'কক। মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর এদিনও সামনে থেকে দলকে এগিয়ে দিলেন। ২৭ রানে অপরাজিত থাকেন বাহুমা। এই জয়ের ফলে পিছিয়ে থাকা অবস্থায় সিরিজে সমতা ফিরিয়ে ১-১ করল ডি'কক অ্যান্ড কোম্পানি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মোহালিতে ভারত ম্যাচ জেতে, বেঙ্গালুরুতে পাল্টা ম্যাচ জিতল প্রোটিয়াবাহিনী। সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।

দিনের শুরুতে কোহলিদের 'বিরাট' ব্যাটিং ধসের ছবি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত। ম্যাচে হতশ্রী ব্যাটিং ভারতের। ওপেনার শিখর ধাওয়ান দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। বাকিদের মধ্য়ে জাদেজা ১৯ ও পন্থ ১৯ রান করেন। বিরাট এদিন ৯ রান করে আউট হন। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বিরাট। প্রথমে ব্যাট করে ভারত অবশ্য আশাহত করল। মিশন ২০২০ বিশ্বকাপের জন্য এই পারফর্ম্যান্স অশনিসংকেত।

১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৬/০

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Innings Break!<br><br>After opting to bat first, <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw" rel="nofollow" rel="nofollow" rel="nofollow">#TeamIndia</a> post a total of 134/9 after 20 overs.<br><br>Updates - <a href="https://t.co/LcO4kVOSNZ">https://t.co/LcO4kVOSNZ</a> <a href="https://twitter.com/hashtag/IndvSA?src=hash&ref_src=twsrc%5Etfw" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow">#INDvSA</a> <a href="https://t.co/sfKMNpr4GI">pic.twitter.com/sfKMNpr4GI</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1175789330192719872?ref_src=twsrc%5Etfw">September 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Newest First Oldest First
10:04 PM, 22 Sep

বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে নিয়ে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ১৩৫ রান তাড়া করতে নেমে ৩.১ বল বাকি থাকতে ম্যাচ জিতল প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল ৯ উইকেটে।
9:58 PM, 22 Sep

ছয়!!! হাঁটু মুড়ে সুইপ শটে ছক্কা হাঁকালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুন্টন ডি'কক। মোহালিতে অর্ধশতরানের পর এদিনও অর্ধশতরান করে দলকে টানলেন। ৪৯ বলে ৭৬ রানে ব্যাটিং করছেন তিনি।১৫ ওভার শেষে প্রোটিয়রা ১২৭/১
9:55 PM, 22 Sep

৩৬ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২২রান। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৩ রান তুলল দক্ষিণ আফ্রিকা।
9:46 PM, 22 Sep

১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৯৬/১।
9:42 PM, 22 Sep

১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৮৬/১। অর্ধশতরান করলেন ডি'কক। ৩৮ বল খেলে ৫২ রান করলেন ডি'কক।
9:39 PM, 22 Sep

অনবদ্য ক্যাচে হেন্ডরিকসকে সাজঘরে ফেরালেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার ওভারে কোহলির হাতে ক্যাচ দিয়ে হেন্ডরিকস ২৮ রান করে আউট হন।
9:32 PM, 22 Sep

২৫ রানে ব্যাটিং করছেন হেন্ডরিকস ও ৪১ রান ব্যাটিং করছেন ডিকক।
9:32 PM, 22 Sep

৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৭০/০, ওভারে ৯ রান খরচ করলেন ওয়াশিংটন সুন্দর।
9:31 PM, 22 Sep

বেঙ্গালুরুতে চার, ছক্কার বন্যা!!! ভারতীয় বোলারদের বিরুদ্ধে ধুঁয়াধার ব্যাটিং প্রোটিয়াব্রিগেডের। ৮ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তুলল দক্ষিণ আফ্রিকা।
9:12 PM, 22 Sep

৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩৪/০, ওভারে ১৫ রান খরচ করলেন সাইনি।
9:10 PM, 22 Sep

পঞ্চম ওভারে নভদীপ সাইনির হাতে বল তুলে দিলেন বিরাট। ওভারের প্রথম তিন বলে ২টি ছক্কা হজম করেন তিনি।দুবারই ছক্কা হাঁকালেন কুন্টন ডিকক।
9:08 PM, 22 Sep

৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯ রান। ধীরে ধীরে পার্টনারশিপ গড়ছেন ডিকক-হেন্ডরিকস।
9:01 PM, 22 Sep

৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৩/০, আঁটোসাঁটো বোলিং ভারতের।
8:57 PM, 22 Sep

ডিককের সঙ্গে ক্রিজে রয়েছেন রেজা হেন্ডরিকস। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ ওভার শেষে ৭/০
8:51 PM, 22 Sep

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু। ১৩৫ রান তাড়া করতে নেমে চার মেরে ইনিংস শুরু করলেন প্রোটিয়া অধিনায়ক কুন্টন ডিক'ক। ভারতের হয়ে বোলিং করছেন ওয়াশিংটন সুন্দর। ১ ওভারে ৬ রান তুলল দক্ষিণ আফ্রিকা।
8:45 PM, 22 Sep

নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে ইনিংস শেষ করল ভারত। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে প্রোটিয়াদের টার্গেট ১৩৫ রান।
8:36 PM, 22 Sep

আউট হার্দিক! ছক্কা হাঁকাতে গিয়ে মিলারের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে সাজঘরে ফিরলেন। হার্দিকের উইকেট নিলেন রাবাদা। এর আগে ওয়াশিংটন সুন্দরকে রান আউট করেন রাবাদা।
8:32 PM, 22 Sep

আউট জাদেজা!!!সপ্তম উইকেটের পতন। রাবাদার বলে ১৯ রান করে আউট জাদেজা।
8:30 PM, 22 Sep

১৯ ওভারেও আঁটোসাঁটো বোলিং দক্ষিণ আফ্রিকার। ওভারে ৯ রান খরচ করলেন ফেহেলুকোয়াওয়ে। ভারত ১২৭/৬
8:25 PM, 22 Sep

ছয়!!! ১৮ তম ওভারের দ্বিতীয় বলে রাবাদাকে ছক্কা হাঁকালেন জাদেজা। ওভারে ৯ রান খরচ করলেন রাবাদা। ১৮ ওভার শেষে ১১৮/৬
8:21 PM, 22 Sep

১৭ তম ওভারে আঁটোসাঁটো বোলিং হেন্ডরিকসের।ওভারে মাত্র ৫ রান দিলেন হেন্ডরিকস। ১৭ ওভার শেষে ভারত ১০৯/৬
8:16 PM, 22 Sep

চাপে ভারত! ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৪ রান তুলল ভারত। মেন ইন ব্লু-র ভরসা এখন হার্দিক ও জাদেজা।
8:12 PM, 22 Sep

ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ৪ রান করে আউট হলেন ক্রুণাল পান্ডিয়া। হেন্ডরিকসের শিকার হয়ে আউট হলেন পান্ডিয়া। ক্রিজে এলেন জাদেজা। ১৫ ওভার শেষে ভারত ৯৯/৬
8:07 PM, 22 Sep

১৪ ওভার শেষে ভারত ৯৭/৫, শেষ ৬ ওভারে কত রান ওঠে সেটাই এখন দেখার।
8:02 PM, 22 Sep

বিয়র্ন ফর্টুইন ওভারে দুটি উইকেট তুলে নিলেন।১৩ ওভার শেষে ভারত ৯৩/৫। ক্রিজে এখন পান্ডিয়া ব্রাদার্স।
8:01 PM, 22 Sep

আউট !!! এবার আউট শ্রেয়স আইয়ার। ওভার স্টেপ করে খেলতে গিয়ে স্টাম্পড আউট হয়ে ৫ রানে সাজঘরে ফিরলেন শ্রেয়স।
7:59 PM, 22 Sep

আউট পন্থ!!! সেই ঝুঁকিপূর্ণ শট খেলে আউট পন্থ। মিস টাইম করে আউট হবেন। ২০ বলে ১৯ রান করে আউট হলেন ঋষভ।
7:55 PM, 22 Sep

ওভারের শেষ বলে ছক্কা! ১২ ওভার শেষে ভারত ৮৭/৩। ওভারের শেষ বলে উইকেটের পিছন দিকে ছক্কা হাঁকালেন পন্থ।
7:51 PM, 22 Sep

১১ ওভার শেষে ভারত ৭৯/৩, ১১ রানে ক্রিজে পন্থ, ২ রানে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার
7:46 PM, 22 Sep

ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে ১০ ওভার শেষে ভারত ৭৬/৩
READ MORE

English summary
india vs south africa 3rd t20 2019: live update from bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X