For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বলে উঠল কোহলির ব্যাট, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত

ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মোহালিতে সিরিজের দ্বিতীয় ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে দুর্দান্ত দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক কুইন্টন ডে ককের ৩৭ বলে ৫২ ও ডেবিউটেন্ট টেম্বা বাভুমার ৪৩ বলে ৪৯ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বোলিং করলেন ম্যাচে ভারতের হয়ে ২ উইকেট নেওয়া দীপক চাহার। ১টি করে উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি ও হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে শেষ ৪ ওভারে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত

Newest First Oldest First
10:17 PM, 18 Sep

কোহলি ৭২ ও শ্রেয়স ১৬ রানে অপরাজিত রইলেন। এছাড়া শিখর ধাওয়ান ৪০ ও রোহিত ১২ রান করেছেন।
10:17 PM, 18 Sep

১৯তম ওভারের শেষ বলে চার মেরে দলকে জেতালেন শ্রেয়স আইয়ার। ৬ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত।
10:13 PM, 18 Sep

শেষ হল ১৮তম ওভার। ভারত জয়ের একেবারে কাছাকাছি চলে এসেছে। বোর্ডে উঠল ১৩৮/৩। কোহলি অপরাজিত ৬৪ রানে।
10:10 PM, 18 Sep

১৭ ওভার শেষে ভারত ১৩১/৩। আর ১৮ বলে চাই ১৯ রান।
10:08 PM, 18 Sep

৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।
10:06 PM, 18 Sep

১৬তম ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলল। শেষ চার ওভারে চাই ৩০ রান। ক্রিজে রয়েছেন কোহলি (৪৭) ও শ্রেয়স (১০)।
10:04 PM, 18 Sep

১৫তম ওভার শেষে উঠল ১১৫/৩। এই ওভারে এল ১০ রান।
9:59 PM, 18 Sep

১৪ ওভার শেষে উঠল ১০৫/৩। ৪ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
9:52 PM, 18 Sep

১২.৫ ওভারে দলগত একশো রান পূর্ণ করল ভারত। ১৩ ওভার শেষে ১০১ উঠল ২ উইকেটের বিনিময়ে।
9:48 PM, 18 Sep

১২ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২। এই ওভারে এল মাত্র ৭ রান। ক্রিজে নয়া ব্যাটসম্যান ঋষভ পন্থ।
9:47 PM, 18 Sep

শামসির বলে দুরন্ত ক্যাচে ধাওয়ানকে ফেরালেন ডেভিড মিলার।
9:46 PM, 18 Sep

৩১ বলে ৪০ রান করে ফিরলেন শিখর ধাওয়ান।
9:43 PM, 18 Sep

শেষ হল ১১তম ওভার। ভারতের স্কোর ৮৯/১। ক্রিজে কোহলি ও ধাওয়ান।
9:39 PM, 18 Sep

দশম ওভারে উঠল ৭ রান। ভারত ১ উইকেট খুইয়ে তুলল ৭৯ রান।
9:38 PM, 18 Sep

নবম ওভারে উঠল ১৫ রান। ভারত ৭২/১।
9:28 PM, 18 Sep

প্রোটিয়া স্পিনার তাবারেইজ শামসির প্রথম ওভার থেকে এল ৫ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/১।
9:24 PM, 18 Sep

প্রিটোরিয়াসের ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫২/১।
9:22 PM, 18 Sep

দক্ষিণ আফ্রিকার হয়ে সপ্তম ওভার বল করছেন ডোয়েইন প্রিটোরিয়াস।
9:21 PM, 18 Sep

৬ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/১।
9:18 PM, 18 Sep

বিরাটের বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন নাকচ।
9:16 PM, 18 Sep

রোহিতের উইকেট নেওয়া আন্দিলে ফেহেলুকোয়াও-র দ্বিতীয় ওভারের প্রথম বলে বিরাটের চার।
9:14 PM, 18 Sep

প্রিটোরিয়াসের ওভারে এল ৮ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪১/১।
9:14 PM, 18 Sep

ডোয়েইন প্রিটোরিয়াস বলে দুর্দান্ত চার মারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
9:10 PM, 18 Sep

৪ ওভার শেষে ভারতের স্কোর ৩৩/১।
9:09 PM, 18 Sep

আন্দিলে ফেহেলুকোয়াও-র বলে লেগ বিফোর উইকেট হলেন রোহিত শর্মা।
9:06 PM, 18 Sep

আন্দিলে ফেহেলুকোয়াও-কে বল করতে ডাকলেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কক।
9:04 PM, 18 Sep

রাবাডার ওভারে এল ৯ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৩০/০।
9:01 PM, 18 Sep

কাগিসো রাবাডার দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে শিখর ধাওয়ানের দুটি দুর্দান্ত চার।
8:59 PM, 18 Sep

২টি ছয় সহ আনরেইচ নর্টজের ওভারে এল ১৩ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ২১/০।
8:58 PM, 18 Sep

পঞ্চম বলে একই কায়দায় ফের ছক্কা হাঁকালেন রোহিত।
READ MORE

English summary
India vs South Africa 2nd T20's Live update from Mohali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X