For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাক দ্বৈরথ টিভি সম্প্রচারে গড়ল সর্বকালীন রেকর্ড! রোহিতদের ফোকাস এবার অস্ট্রেলিয়া সিরিজে

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ শেষ। অক্টোবরে শুরু টি ২০ বিশ্বকাপ। তার আগে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক। টি ২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান দ্বৈরথ। সম্প্রচারকারী চ্যানেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ দেখেছেন রেকর্ড সংখ্যক দর্শক। বিশ্বকাপে সেই নজিরও ভেঙে যাবে।

ভারত-পাক দ্বৈরথ টিভি সম্প্রচারে গড়ল সর্বকালীন রেকর্ড

স্টার স্পোর্টসের তরফে আজ টিভি ভিউয়ারশিপ সংক্রান্ত বার্ক রিপোর্ট (BARC data for 2+ U+R- Star Network + DD Sports) পেশ করে জানানো হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচের চেয়েও সুপার ফেরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন বেশি সংখ্যক দর্শক। উল্লেখ্য, পরপর দুই রবিবার জমিয়ে উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হলে সেই রেকর্ডও ভেঙে যেত বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সম্প্রচারকারী সংস্থা এখন নিশ্চিতভাবেই তাকিয়ে থাকবে মেলবোর্নে ভারত-পাক মহা-ম্যাচের দিকে।

গত ৪ সেপ্টেম্বর সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ টিভিতে দেখেছেন ৫৭.৪ মিলিয়ন দর্শক। বিশ্বকাপের বাইরে টেলিভিশনে চোখ রাখা দর্শকসংখ্যার নিরিখে এই ম্যাচটিই গড়েছে সর্বকালীন রেকর্ড। ফাইনাল বাদে এশিয়া কাপ দেখেছেন ২৪৩ মিলিয়ন দর্শক। ফাইনাল-বাদে দর্শকরা টিভিতে এশিয়া কাপ দেখেছেন সবমিলিয়ে ৫৮.৮ বিলিয়ন মিনিট। যে পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সম্প্রচারকারী সংস্থা। এশিয়া কাপে ভারত খেলেনি, ফাইনাল-বাদে এমন ম্যাচগুলির দর্শকের সংখ্যাও নেহাত কম নয়, পরিসংখ্যান বলছে ভিউয়ারশিপ ছিল ১১৩ মিলিয়ন।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ। খেলাগুলি সম্প্রচার হবে স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু ম্যাচগুলি। আজ ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া দল। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় দলের সকলে পৌঁছে যাবেন মোহালিতে। রবিবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারতের অনুশীলন, এদিন সাংবাদিকদের মুখোমুখি হবেন অধিনায়ক রোহিত শর্মা। ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ভারতের অনুশীলন, সাংবাদিক বৈঠক করবেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর প্রথম ম্য়াচ। পরের দিন দল যাবে নাগপুরে। ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৮টা অবধি ভারতের অনুশীলন। শুক্রবার ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। শনিবার দল যাবে হায়দরাবাদ। রবিবার ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। এই সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিকে থাকবে সকলের নজরে। এই ম্যাচগুলিতেই নির্ধারিত হবে বিশ্বকাপে ভারতের কম্বিনেশন।

মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দৌড়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা, জাতীয় দল ছেড়ে আসছেন আইপিএলেমুম্বই ইন্ডিয়ান্সের কোচের দৌড়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা, জাতীয় দল ছেড়ে আসছেন আইপিএলে

English summary
India vs Pakistan Super 4 Stage Match Of Asia Cup Registers 57.4 Million Viewers Surpassing Previous Record. 243 Million Viewers Tuned In To Watch The DP World Asia Cup 2022 (Excluding The Finals).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X