For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিন

India vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিন

Google Oneindia Bengali News

ডার্বি উত্তেজনায় যখন গোটা ভারতীয় ফুটবল কাঁপছে তখন ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্যও তাল ঠোকা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭'টা থেকে শুরু হবে ভারত-পাক ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দেখে নিন দুই দলের শেষ পাঁচ সাক্ষাতের পরিসংখ্যান।

ভারত বনাম পাকিস্তান, আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২১:

ভারত বনাম পাকিস্তান, আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২১:

শেষ বার ভারত এবং পাকিস্তান একে অপরে বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ২০২১ সালের ২৪ অক্টোবর। আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এ সুপার ১২-এর ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে পরাজিত করে ভারতকে। তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি একমাত্র এই ম্যাচে ভারতের হয়ে ঠিক মতো রান করতে পেয়েছিলেন। ৫৯ রান করেছিলেন তিনি, কোহিল ছাড়া ঋষভ পন্থের ৩৯ রানের ইনিংস সম্মানজনক রানে শেষ করতে সাহায্য করে ভারতকে। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। রানা তাড়া করতে নেমে একটি উইকেটও হারায়নি পাকিস্তান। বাবর আজম করেন অপরাজিত ৬৮ রান এবং মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৯ রান।

ভারত বনাম পাকিস্তান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯:

ভারত বনাম পাকিস্তান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯:

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারত ৮৯ রানে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের ৩৩৬/৫ রানের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২১২/৬ রানে। রোহিত শর্মা ১৪০ রান করেন এই ম্যাচে। বিরাট কোহলি করেন ৭৭ রান। কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৫৭ রান। মহম্মদ আমির পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পেয়েছিলেন। পাকিস্তানের হয়ে ৬২ রান করেন ফকর জামান, ৪৮ রান করেন বাবর আজম, ইমাদ ওয়াসিম করেন ৪৬ রান। ভারতের হয়ে দু'টি করে উইকেট পান বিজয় শঙ্কর, কুলীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

সুপার ফোরে ২০১৮ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৩৭/৭ রানে। শোয়েব মালিক করেছিলেন পাকিস্তানের হয়ে সর্বাধিক ৭৮ রান। ৪৪ রান করেছিলেন সরফরাজ আহমেদ। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান শতরান করেন। ১১১ রানে অপরাজিত ছিলেন রোহিত। ১১৪ রান করে রান-আউট হন শিখর ধাওয়ান।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

সুপার ফোরে নামার আগে গ্রুপের ম্যাচেও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ভারতের। ওই ম্যাটিও জেতে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৬২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম করেনল ৪৭ রান এবং শোয়েব মালিক করেন ৪৩ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদব। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। রোহিত শর্মা করেন ৫২ রান এবং শিখর ধাওয়ান করেন ৪৬ রান।

ভারত বনাম পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭:

ভারত বনাম পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭:

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় ভারত। প্রথমে ব্যাটিং করে ৩৩৮/৪ রান করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। ফকর জামান করেন ১১৪ রান এই ম্যাচে। আজহার আলিকরেছিলেন ৫৯ রান, মহম্মদ হাফিজ করেন ৫৭ রান। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৫৮ রানে। একমাত্র হার্দিক পান্ডিয়া (৭৬) চেষ্টা করেছিলেন কিছু একটা করার। মহম্মদ আমির এবং হাসান আলিতিনটি করে উইকেট সংগ্রহ করেন। দুইটি উইকেট পান শাহদাব খান।

ঋষভ পন্থ নাকি দীনেশ কার্তিক, কাকে খেলানো উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে, বিরাট মন্তব্য করলেন ভারতীয় দলের এই তারকাঋষভ পন্থ নাকি দীনেশ কার্তিক, কাকে খেলানো উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে, বিরাট মন্তব্য করলেন ভারতীয় দলের এই তারকা

English summary
India vs Pakistan last five encounter's result. India won three times in the last five matches. Pakistan won two times including the final of ICC Champions Trophy 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X