For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থ না রাহুল, ফিনিশার হিসেবে কাকে পছন্দ গাভাসকরের

পন্থ না রাহুল, ফিনিশার হিসেবে কাকে পছন্দ গাভাসকরের

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যার আগে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই এখন ভারতের কাছে পরীক্ষা-নিরীক্ষার। আর সেই পরীক্ষায় ধোনির জুতোয় পা গলিয়ে আগামী দিনে জাতীয় দলে কে ফিনিশার হিসেবে খেলবেন সেই নিয়েই চর্চা তুঙ্গে।

রাহুলের ফিনিশার ইনিংস

রাহুলের ফিনিশার ইনিংস

চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোট ওডিআইয়ে পাঁচ নম্বরে নেমে ৫২ বলে ৮০ রান করে ডানহাতি লোকেশ রাহুল ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যারপর ফিনিশার হিসেবে দৌড়ে ঢুকে পড়েছেন রাহুল। অন্যদিকে পন্থের চোটের পর কিপিংয়ে ভরসা দেওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিপার হিসেবে রাহুলই প্রথম পছন্দ বলে বিরাট জানিয়েছেন।

গাভাসকরের মত

রাহুল নয়, কিংবদন্তি গাভাসকর অবশ্য ছয় নম্বরে ফিনিশার হিসেবে ঋষভ পন্থকে দেখতে চান। সর্বভারতীয় এক সংবাদমাধ্য়মে গাভাসকর বলেছেন, 'ফিনিশার হিসেবে ছয় নম্বরে পন্থকেই এগিয়ে রাখব। ভারতীয় দলে বাঁ-হাতি ব্যাটসম্যানদের সংখ্যা কম। টপ অর্ডারে শিখর ছাড়া বাকি কেউ নেই। সেক্ষেত্রে ছয় নম্বরে বাঁ-হাতি পন্থ বিধ্বংসী ক্রিকেট খেলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।'

পন্থের শেষ বড় ইনিংস

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ব্যাটে অবশ্য পন্থ এক ইনিংস বাদ দিলে বড় রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম ওডিআই ম্যাচে পন্থ ৭১ রান করেছিলেন। তুলনায় লোকেশ রাহুল এখন ওপেনিং থেকে মিডল অর্ডার, সর্বত্রই ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন।

 রাহুলের ব্য়াটে ধারাবাহিকতা

রাহুলের ব্য়াটে ধারাবাহিকতা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ব্যাটে ধারাবাহিকভাবে রাহুল রান পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ১০২, তৃতীয় ম্যাচে ৭৭, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪৫, তৃতীয় ম্যাচে ৫৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৭ ও দ্বিতীয় ম্যাচে ৮০ রান হাঁকান।

English summary
India vs New Zealand: Sunil Gavaskar wants Rishabh Pant as finisher for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X