For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ারের ব্যাড ডে, বুমরাহকে বাঁচালেন সহঅধিনায়ক রোহিত!

কেরিয়ারের ব্যাড ডে, বুমরাহকে বাঁচালেন সহঅধিনায়ক রোহিত!

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলে একসময় জসপ্রীত বুমরাহ ছিলেন স্লগ ওভার স্পেশালিস্ট। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর সেই বুমরাহের বোলিংয়ে ধার হারিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টি-২০ কেরিয়ারের অন্যতম খারাপ বোলিংয়ের নিদর্শন রাখলেন জসপ্রীত।

নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে এদিন ৪৫ রান খরচ করেন বুমরাহ। উইকেটের ঝুলি শূন্য! যারপর বুমরাহের বোলিং নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিন স্লগ ওভারে ১৯তম ওভারে বুমরাহ ১১ রান খরচ করলেন। যা কোনওভাবেই বুমরাহ সুলভ নয়!

কেরিয়ারের ব্যাড ডে

টি-টোয়েন্টি কেরিয়ারে এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করেছেন জসপ্রীত। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লউডারহিল টি-২০ ম্যাচে বুমরাহ ৪ ওভারে ৪৭ রান হাঁকিয়েছিলেন। এরপর ২০২০ সালে হ্য়ামিলটন টি-২০ তে ৪ ওভারে জসপ্রীত ৪৫ রান খরচ করলেন।

একনজরে টি-২০তে বুমরাহ সবচেয়ে বেশি রান খরচের চার ইনিংস

১) প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১৬সাল- ৪ ওভারে ৪৭ রান।
২) প্রতিপক্ষ নিউজিল্যান্ড ২০২০ সাল- ৪ ওভারে খরচ ৪৫ রান।
৩) প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ২০১৬ সাল- ৪ ওভারে খরচ ৪৩ রান,
৪) প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সাল- ৪ ওভারে খরচ ৪২ রান

বুমরাহে ব্যাড ডে তে বাঁচালেন হিটম্যান

বুমরাহের খারাপ দিনে দলের ত্রাতা রোহিত শর্মা। সুপার ওভারে ১৮ রান তাড়া করতে নেমে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচে রোহিত ৪০ বলে ৬৫ রান হাঁকান।

বুমরাহের সুপার ওভার

সুপার ওভারে বুমরাহ ১৭ রান খরচ করেন।কোনও উইকেট পাননি।

প্রত্যাবর্তনের পর বুমরাহের পারফর্ম্য়ান্স একনজরে

পিঠের চোট সারিয়ে ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে বুমরাহ প্রত্যাবর্তন করেন। সেই সিরিজে দুই ম্যাচে বুমরাহ ২টি উইকেট নেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২টি উইকেট পেয়েছিলেন। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ তে ২টি উইকেট পেয়েছেন।

English summary
India vs New Zealand: Jasprit Bumrah gives 5 over 62 runs, no wicket, rohit saves the day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X