For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ধুয়ে গেল ওয়েলিংটনের বৃষ্টিতে, মাউন্ট মঙ্গানুইয়ে টিম ইন্ডিয়ার ট্র্যাক রেকর্ড কেমন?

Google Oneindia Bengali News

আশঙ্কাই সত্যি হলো। ওয়েলিংটনের বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। ফলে তিন ম্যাচের সিরিজের বাকি ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হয়ে গেল। বিশেষ করে মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার যারা জিতবে তাদের এই সিরিজে অন্তত হারতে হবে না। মাউন্ট মঙ্গানুইয়ে যাওয়ার আগে অবশ্য স্বস্তিতে থাকতেই পারে হার্দিক পাণ্ডিয়ার ভারত।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত

ভারত ও নিউজিল্যান্ড- দুই দলই টি ২০ বিশ্বকাপে গ্রুপশীর্ষে থেকে শেষ চারে গিয়েছিল। যদিও প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে ভারত পরাস্ত হয়েছিল ইংল্যান্ডের কাছে। টি ২০ বিশ্বকাপের পর আজই এই দুই দেশ প্রথমবার মাঠে নামার সুযোগ পায়। কিন্তু অঝোরধারায় বৃষ্টির জেরে টস পর্যন্ত হয়নি। সামান্য সময়ের জন্য বৃষ্টি কমেছিল। কয়েক মিনিটের জন্য বৃষ্টি বন্ধও হয়। আম্পায়ার ক্রিস ব্রাউন ও ওয়েন নাইটস মাঠ পরিদর্শন করতে যান ছাতা মাথায় দিয়ে। স্থানীয় সময় রাত ৯টা ৪৬ অবধি পাঁচ ওভারের ম্যাচ শুরুর সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি ফের গতি বাড়াতেই স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ক্রিকেট উন্মাদনায় জল

স্কাই স্টেডিয়ামে রাগবি খেলা হয়। বিগত ২০ মাসে এই প্রথম এই স্টেডিয়ামে পুরুষদের টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল, যা ধুয়ে গেল বৃষ্টিতে। বৃষ্টি মাথায় নিয়ে অনেক সমর্থকও মাঠে এসেছিলেন। কিন্তু বিফল মনোরথেই তাঁদের ফিরতে হয়। দুই দলের ক্রিকেটাররা সময় কাটালেন ড্রেসিংরুম আর ইন্ডোরেই। মাঝে চেয়ার রেখে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ফুটভলিও খেলেন কিছুক্ষণ। বৃষ্টি কিছুক্ষণের জন্য থামার পর ভারতীয় ক্রিকেটাররা রাগবি বল নিয়ে মাঠে নেমেছিলেন গা ঘামাতে। যদিও ফের বৃষ্টি শুরু হতেই তাঁরা ড্রেসিংরুমে চলে যান।

মাউন্ট মঙ্গানুইয়ে জিততে মরিয়া দুই দল

মাউন্ট মঙ্গানুইয়ে জিততে মরিয়া দুই দল

বাকি দুটি ম্যাচের উপর নির্ভর করবে সিরিজ কার দখলে যাবে। পরের ম্যাচ রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে। ভারত একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। হার্দিক পাণ্ডিয়ার দলে ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপের লক্ষ্যে রাখা হয়েছে অনেক তরুণ ক্রিকেটারকে। নিউজিল্যান্ড দলে নেই মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্টের মতো তারকারা। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ভারতীয় দলের জন্য বেশ পয়া। ফলে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচে হার্দিক পাণ্ডিয়ারা আত্মবিশ্বাসী হয়েই নামতে পারবেন।

ভারতের ট্র্যাক রেকর্ড ভালো

ভারতের ট্র্যাক রেকর্ড ভালো

মাউন্ট মঙ্গানুইয়ে ভারত ২০১৯ সালে দুটি একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে যথাক্রমে ৯০ রান ও ৭ উইকেটে হারিয়েছিল। তবে ২০২০ সালে ভারতকে এখানে একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেটে হারায় কিউয়িরা। এই স্টেডিয়ামে ভারত টি ২০ আন্তর্জাতিক একটিই খেলেছে। ২০২০ সালের সেই ম্যাচে ভারত কিউয়িদের হারিয়েছিল ৭ রানে। ওই টি ২০ সিরিজে ভারত ৫-০ ব্যবধানে পরাস্ত করেছিল নিউজিল্যান্ডকে। এবারও কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলে তা নিশ্চিতভাবেই মনোবল বাড়াবে হার্দিকদের।

English summary
India vs New Zealand First T20I In Wellington Has Been Washed Out Without A Toss. Action Shifts To Mount Maunganui With The Series Now A Two-Match Contest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X