For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখরের ভারত ODI সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে আনছে পরিবর্তন? নিউজিল্যান্ড কেন ফেভারিট?

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের মাটিতে টি ২০ সিরিজে জিতলেও একদিনের সিরিজের প্রথম ম্যাচেই পরাস্ত হয়েছে ভারত। শিখর ধাওয়ানের ভারত কাল হ্যামিলটনে নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কে বাদ পড়বেন তা নিয়ে চলছে চর্চা।

দুরন্ত ছন্দে নিউজিল্যান্ড

দুরন্ত ছন্দে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ঘরের মাঠে শেষ ১৩টি একদিনের আন্তর্জাতিকে জয়লাভ করেছে। বিশ্বের ১ নম্বর ওডিআই দল ভারতের বিরুদ্ধে শেষ পাঁচটি দ্বৈরথেও এগিয়ে। আইসিসি পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ সুপার লিগে ভারত রয়েছে একে। সবচেয়ে কম ম্যাচ খেলার নিরিখে এখনও অবধি দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়িরা। ভারতের বিরুদ্ধে আরেকটি জয় কেন উইলিয়ামসনদের এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে যেতে পারে। অকল্যান্ডে ভারত ৭ উইকেটে ৩০৬ রান তোলার পরেও টম লাথামের ১০৪ বলে অপরাজিত ১৪৫ ও কেন উইলিয়ামসনের অধিনায়কোচিত ৯৮ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস কিউয়িদের সিরিজে এগিয়ে দিয়েছে। হ্যামিলটনে সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবে নিউজিল্যান্ড।

বৃষ্টির ভ্রুকুটি থাকছেই

বৃষ্টির ভ্রুকুটি থাকছেই

হ্যামিলটনের সেডন পার্কে ২০২০ সালের পর তিনটি ওডিআই হয়েছে। তার মধ্যে দুটিতে প্রথম ইনিংস স্কোর ৩৩০-এর বেশি ছিল। ভারত ৩৪৭ রান তুলেও রস টেলরের শতরানের দৌলতে পরাস্ত হয়েছিল। যদিও ২০১৯ সালে এখানেই ভারতকে ৯২ রানে গুটিয়ে দিয়েছিল কিউয়িরা। ট্রেন্ট বোল্ট ২১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। অবশ্য কালকের ম্যাচটিও হাই স্কোরিং হতে পারে বলেই খবর। তবে এই ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রুকুটি থাকছে। দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তা ম্যাচের ফলাফল নির্ধারণে ভূমিকা নেয় কিনা সেটা দেখার।

ভারত রদবদলের পথে

ভারত রদবদলের পথে

ভারতের একাদশে রদবদলের সম্ভাবনা রয়েছে। সূর্যকুমার যাদব টি ২০ আন্তর্জাতিকে ফর্মে থাকলেও একদিনের আন্তর্জাতিকে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ সাতটি ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ২৭। ভারত আগের ম্য়াচে হেরেছে বোলিং বিভাগের জন্যও। তিনজন ফাস্ট বোলারই প্রচুর রান দিয়েছেন। এই পরিস্থিতিতে সূর্যকে বসিয়ে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে সফল দীপক হুডাকে খেলানো হতে পারে। শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে দীপক চাহারকে।

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব বা দীপক হুডা, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

উইনিং কম্বিনেশন কেনদের?

উইনিং কম্বিনেশন কেনদের?

অকল্যান্ডে প্রথম ম্যাচে হাল্কা চোট থাকায় খেলতে পারেননি জিমি নিশাম। এই ম্যাচের জন্য তিনি ফিট হলে কাকে বাদ দেওয়া হবে সেটাই বড় প্রশ্ন। নিউজিল্যান্ড উইনিং কম্বিনেশন ধরে রাখতেই পারে। নিশাম এলে নিউজিল্যান্ডের ব্যাটিং গভীরতা বাড়বে, তবে তাঁকে দলে নিতে হলে কোনও এক জোরে বোলার বাইরে থাকবেন। নিশামকে দিয়ে ১০ ওভার বোলিং করানো হতে পারে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

English summary
India vs New Zealand 2nd ODI Preview With Predicted XI, Weather Forecast And Pitch Report. The Hosts Have Won Each Of Their Last 13 Home ODIs And Each Of Their Last 5 Meetings With India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X