For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের ভারত রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের দোরগোড়ায়, প্রথম একাদশ কেমন হবে?

রায়পুরে প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ভারত যদি কাল জেতে তাহলে বিশ্বের ১ নম্বর দলের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করবে। উমরান মালিক আসতে পারেন শার্দুল ঠাকুরের জায়গায়।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের বছরে ভারত একদিনের সিরিজ প্রথম জিতেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচই জিতেছিল রোহিত শর্মার ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। কাল রায়পুরে বিশ্বের ১ নম্বর দলকে হারালে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে চলে আসবে।

রায়পুরে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ

রায়পুরে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ

রায়পুরে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি দর্শক কালকের ম্য়াচ দেখতে হাজির থাকবেন। আজ ভারতীয় দল বিকেলের দিকে অনুশীলন করতে নেমেছিল। এই নিয়ে ভারতের ৫০তম স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার মনে করছেন, হায়দরাবাদের চেয়েও রায়পুরের উইকেটে বাউন্স বেশি থাকবে। ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।

ভারতের কম্বিনেশন

ভারতের কম্বিনেশন

ভারতের ব্যাটিং অর্ডারে রদবদলের সম্ভাবনা নেই। তবে বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে। বোলিং কোচ পরশ মামব্রে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আগের ম্য়াচে শার্দুল ঠাকুরকে খেলানো হয়েছিল। কালকের ম্যাচে দলে ফেরানো হতে পারে উমরান মালিককে। যদিও মামব্রে বলেন, মালিক ও শার্দুল দুজনেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাঁদের মধ্যে কাকে খেলানো হবে তা পিচ দেখেই চূড়ান্ত করা হবে। মামব্রে স্বীকার করে নিয়েছেন, জসপ্রীত বুমরাহর অভাব অনুভূত হচ্ছে। বুমরাহর বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়।

সিরাজের প্রশংসা

সিরাজের প্রশংসা

মহম্মদ সিরাজের প্রশংসাও করেছেন মামব্রে। তিনি বলেন, সিরাজকে আমি প্রথম দেখি ভারতীয় এ দলে। লাল বলে তিনি দারুণ বোলিং করছিলেন। বল ভেতরের দিকে আনতে দক্ষ ছিলেন, পরে আউটস্যুইংয়ের উন্নতি ঘটাতে সিম পজিশন নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। বিশ্বকাপ শুধু নয়, তার পরেও সিরাজ দলের গুরুত্বপূর্ণ সদস্য। আগের ম্যাচে ভারত নিউজিল্যান্ড ১৩১ রানে ৬ উইকেট ফেলে দিলেও তারপরেও কিউয়িরা ২০৬ রান যোগ করে। তবে এতে উদ্বিগ্ন নন মামব্রে। কথা বলেছেন বোলারদের সঙ্গে। তাঁর কথায়, যে পিচে সাড়ে তিনশো রান হয়, সেখানে পার্টনারশিপ প্রত্যাশিত। স্যান্টনারের ব্যাটের হাত ভালো। তবে জরুরি হলো ম্যাচ জেতা। জেতার পথে পরীক্ষা দিতে হবেই। কয়েকটি বিষয়ে ফোকাস ঠিক রেখে তা ম্যাচে প্রয়োগই লক্ষ্য।

নিউজিল্যান্ডের নজরে

নিউজিল্যান্ডের নজরে

নিউজিল্যান্ড সিরিজ জিইয়ে রাখতে দলে পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে নজর রয়েছে ইশ সোধির দিকে। তিনি গোড়ালির চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি। কাল খেলবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে শেষ অবধি অপেক্ষা করতে চান লাথামরা।

কেমন হবে একাদশ?

কেমন হবে একাদশ?

ভারতীয় দল উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। যদি না শার্দুলের জায়গায় উমরানকে ফেরানো হয়।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা উমরান মালিক, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি বা হেনরি শিপলি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

English summary
India Eye To Secure Series Win Against New Zealand In The 2nd ODI In Raipur. Both Thakur And Malik Add Value To Team, Who Plays Will Depend On Surface, Says Paras Mhambrey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X