For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ে জিতে দুইয়ে ভারত, ধোনিকে টপকানোর হাতছানিও বিরাটের সামনে

চেন্নাইয়ে জিতে দুইয়ে ভারত, ধোনিকে টপকানোর হাতছানিও বিরাটের সামনে

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টেস্ট বিশাল ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল ভারত। শীর্ষে থাকা ইংল্যান্ডকে টেনে নামিয়ে ভারত উঠে এসেছে দুইয়ে। দেশের মাটিতে সফলতম নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়ার হাতছানি বিরাট কোহলির সামনে।

পয়েন্ট তালিকায় রদবদল

পয়েন্ট তালিকায় রদবদল

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একে চলে গিয়েছিল জো রুটের ইংল্যান্ড। ভারত নেমে গিয়েছিল চারে। দ্বিতীয় টেস্ট জিততেই রুটরা নেমে এলেন চারে। ভারত উঠে গেল দুইয়ে। শীর্ষে চলে গেল ইতিমধ্যেই ফাইনালে চলে যাওয়া নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ৪২০, সাফল্যের শতকরা হার ৭০ শতাংশ। ভারতের পয়েন্ট ৪৬০, সাফল্যের শতকরা হার ৬৯.৭। তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৩২, তবে শতকরা হার ৬৯.২ শতাংশ। ৪৪২ পয়েন্ট থাকলেও ইংল্যান্ডের সাফল্যের শতকরা হার ৬৭ হওয়ায় রুটরা এখন চারে।

কী সমীকরণে কে ফাইনালে যাবে

কী সমীকরণে কে ফাইনালে যাবে

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে ভারতকে এই সিরিজ ২-১ বা ৩-১ ব্যবধানে জিততে হবে। সিরিজ এখন ১-১। দুটি টেস্ট বাকি। এর মধ্যে একটিও ইংল্যান্ডকে জিততে দেওয়া চলবে না, তাহলেই বিরাটরা পৌঁছাতে পারেন ফাইনালে। দ্বিতীয় টেস্টে হারের ফলে কাজটা কঠিন হয়ে গিয়েছে রুটদের। ফাইনালে উঠতে হলে আমেদাবাদে বাকি দুটি টেস্টে জিততেই হবে ইংল্যান্ডকে। ভারত সুবিধাজনক জায়গায় থাকলেও অস্ট্রেলিয়ার আশাও রয়েছে। সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে বা সিরিজ যদি ১-১ বা ২-২ অবস্থায় শেষ হয় তাহলে অজিরা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার টিকিট পেয়ে যাবে। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তিনি বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ মাথায় না রেখে ম্যাচেই ভালো খেলায় মনোনিবেশ করুক ভারত। তাহলে আপনাআপনিই ভারত ফাইনালে পৌঁছে যাবে।

বিরাট-ধোনি একাসনে

বিরাট-ধোনি একাসনে

দেশের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে এতদিন সফলতম ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চিপকে দ্বিতীয় টেস্টে জিতে তাঁকে ধরে ফেললেন বিরাট কোহলি। ধোনি দেশের মাটিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৩০টি টেস্টে। ২১টিতে ভারত জেতে, হারে ৩টিতে, ড্র হয় ৬টি টেস্ট। দেশের মাটিতে ধোনির চেয়ে কম সংখ্যক টেস্টে অধিনায়ক হিসেবে ২১তম জয়ের স্বাদ পেলেন বিরাট। তিনি ২৮টি টেস্টে ভারতের মাটিতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ২১টি টেস্ট, হেরেছে দুটি, ড্র হয়েছে পাঁচটি।

অশ্বিন-স্টোকস দ্বৈরথ

অশ্বিন-স্টোকস দ্বৈরথ

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর দ্বৈরথ ভুলে যেতে চাইবেন ইংল্যান্ডের বেন স্টোকস। এই নিয়ে তাঁকে ১০ বার আউট করলেন অশ্বিন। এর আগে অশ্বিনের বলে সর্বাধিক ১০ বার আউট হয়েছেন ডেভিড ওয়ার্নারও। আমেদাবাদেই টেস্টে চারশো উইকেট হয়ে যেতে পারে অশ্বিনের। নবম ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে এদিন ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় ইনিংসে তিনি ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে এই নজির গড়েছিলেন অশ্বিনই। ২০১১-১২ মরশুমে অশ্বিন ৪৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

 সৌরভ তাকিয়ে মোতেরার দিকে, ভারতের প্রথম একাদশ নিয়ে পরামর্শ সানির সৌরভ তাকিয়ে মোতেরার দিকে, ভারতের প্রথম একাদশ নিয়ে পরামর্শ সানির

English summary
India Vs England Test 2021 Virat Kohli Equals MS Dhoni's Record As Captain With The Victory In Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X