For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই টেস্ট জিততে হলে ভারতকে গড়তে হবে নতুন রেকর্ড

চেন্নাই টেস্ট জিততে হলে ভারতকে গড়তে হবে নতুন রেকর্ড

Google Oneindia Bengali News

চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিতে গেলে ভারতকে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। জয়ের জন্য ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। উপমহাদেশের মাটিতে তো বটেই, টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে কোনও দল জেতেনি। হাতে যা সময় আছে তাতে জেতার লক্ষ্যে পৌঁছানো সহজ নয়। ইংল্যান্ড অবশ্য নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। ২৪১ রানে এগিয়ে থেকেও ভারতকে ফলো অন করাননি জো রুট।

চেন্নাই টেস্ট জিততে হলে ভারতকে গড়তে হবে নতুন রেকর্ড

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ১৭৮ রানে । দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে সর্বাধিক ৪০ রান করেছেন রুট। পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫ রান করেছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৬ উইকেট, এই নিয়ে ২৮ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি । প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার নজিরও এদিন গড়েছেন তিনি। ক্রমেই এগোচ্ছেন ৪০০ উইকেট ক্লাবের দিকে। এই টেস্টে ৯ উইকেট নেওয়ায় তাঁর উইকেট-সংখ্যা ৩৮৬। শাহবাজ নাদিম দুটি, ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ একটি করে উইকেট দখল করেন। ইশান্তের উইকেটসংখ্যা হল ৩০০।

১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৩ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৪ উইকেট হারিয়ে পূরণ করেছিল ভারত, শতরান করেছিলেন গাভাসকর ও বিশ্বনাথ। টেস্টে ভারতের এটাই সর্বাধিক রান তাড়া করে জয়। অ্যাডিলেডে ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত থেমেছিল ৪৪৫ রানে। টেস্টে চতুর্থ ইনিংসে সেটাই ভারতীয় দলের সর্বাধিক রান। এর পরের বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৮ উইকেটে তোলে ৪২৯। সেই টেস্টটি ড্র হয়েছিল। ২০০২ সালে লর্ডস টেস্টে জয়ের জন্য ৫৬৮ রান তুলতে হতো ভারতকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ৩৯৭ রানের বেশি তুলতে না পেরে টেস্ট হেরেছিল। ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১০৯ রান করে অপরাজিত ছিলেন আট নম্বরে ব্যাট করতে নামা অজিত আগরকর।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে ক্যারিবিয়ান সফরে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়া ওয়েস্ট ইন্ডিজকে জেতার জন্য ৪১৮ রানের টার্গেট দেন। চন্দ্রপল ও সারওয়ানের শতরান আর ব্রায়ান লারার অর্ধশতরান ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্টে ৩ উইকেটে জয় এনে দেয়। ২০০৮ সালে পারথ টেস্টে ৪ উইকেটে ৪১৪ রান তুলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নিরিখে এরপরেই রয়েছে ১৯৭৬ সালে ভারতের পোর্ট অব স্পেন টেস্ট জয়। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়ার নজির।

১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের অপরাজিত ১৭৩ রান হেডিংলিতে অ্যাশেজ সিরিজে অজিদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। ৩ উইকেটে ৪০৪ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট। ম্যাচের চতুর্থ ইনিংসে ৭ উইকেটে ৩৯৫ রান তুলে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক রান তাড়া করে জেতার বিচারে আপাতত এই রানটাই সর্বাধিক। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে দ্বিশতরান করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনেছেন কাইল মেয়ার্স। সবচেয়ে বড় কথা ম্যাচের চতুর্থ তথা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ২১০ রান করে অপরাজিত থাকেন তিনি।

রুটকে মাত পন্থের, আইসিসি-র বিচারে হলেন জানুয়ারির সেরা রুটকে মাত পন্থের, আইসিসি-র বিচারে হলেন জানুয়ারির সেরা

English summary
India Vs England Test 2021 India Need To Set A New Record For Win In Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X