For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থ ছুঁয়ে ফেললেন রোহিতকে, বিরাটের ডেপুটির ফোকাস এখন টি ২০ সিরিজে

  • |
Google Oneindia Bengali News

টেস্ট সিরিজে সাফল্যের ধারা টি ২০ সিরিজে ধরে রাখতে বদ্ধপরিকর ভারতীয় দল। আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ঋষভ পন্থ। তিনি ছুঁয়ে ফেললেন সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মাকে। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অলরাউন্ডার হার্দিকে ভরসা রাখছেন রোহিত শর্মা।

হার্দিক ম্যাচ-ফিট

হার্দিক ম্যাচ-ফিট

পিঠের চোটের কারণে ২০১৯ সালের অক্টোবরে অস্ত্রোপচার হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার। তারপর থেকে তাঁকে বল করতে দেখা যায়নি অনেকদিন। আইপিএলে শুধু ব্যাট করেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে একবার তাঁকে বল করতে দেখা গিয়েছিল। তবে এখন ব্যাট-বলে ভরসা দিতে হার্দিক প্রস্তুত বলে জানিয়ে দিলেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। ব্যাটিং, বোলিংয়ে নিজেকে আরও নিখুঁত করছেন তিনি। মাস দেড়েক ধরে দলের সঙ্গে থেকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করেছেন হার্দিক। দল তাঁর কাছে যা প্রত্যাশা করছে তা পূরণে অনুশীলনে খুব খেটেছেন হার্দিক, জোর দিয়েছেন ব্যাটিং, বোলিংয়ে। হার্দিক নিজেও জানিয়েছেন, তিনি মাঠে নামতে প্রস্তুত। তবে অনুশীলনে দেখা গিয়েছে হার্দিকের বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এসেছে।

পন্থের উত্থান

পন্থের উত্থান

টি ২০ সিরিজের আগেই প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ক্রমতালিকা। তাতেই কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে এক ধাপ উঠে সাতে চলে এসেছেন রোহিত শর্মা। সমসংখ্যক ৭৪৭ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের হেনরি নিকোলস ও রোহিতের সঙ্গে সাত নম্বরে উঠে এসেছেন পন্থ। সাত ধাপ উঠে এসেছেন তিনি। পন্থের প্রশংসা করে রোহিত বলেন, পন্থের পিছনে ফিরে তাকানোর অবকাশই নেই। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও নিজেকে ক্রমাগত উন্নত করে দারুণ পারফর্ম করে চলেছেন পন্থ। তার উপর বাইরে থেকে অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করা ছাড়া পন্থকে থামানোর কিছুই আমি দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, গেম সিচুয়েশন বুঝে সেইমতো খেলছেন পন্থ। কিপিংও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সেই সঙ্গে তাঁর অ্যাপ্রোচ, ব্যাটিং সব কিছুই দলের ভালোর জন্য কাজে লাগছে।

মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থদের বার্তা

মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থদের বার্তা

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটার ঈষান কিষাণ ও সূর্যকুমার যাদব ডাক পেয়েছেন ভারতীয় দলে। তাঁদের প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা বলেন, নিশ্চয়ই জাতীয় দলে সুযোগ পেয়ে তাঁরা নার্ভাস থাকতে পারে। পারফরম্যান্স নিয়ে চিন্তা মাথায় ভিড় করতে পারে। তবে বেশি কিছু ভাবনাচিন্তা মাথায় আনার দরকার নেই। উপভোগ করো। দলের সঙ্গে মানিয়ে নিতে এর ফলে সুবিধা হবে। ধারাবাহিক সাফল্য পাওয়া দলের সঙ্গে একাত্ম হয়ে উঠতে হবে।

অশ্বিন ম্যাজিক

অশ্বিন ম্যাজিক

আইসিসি টি ২০ ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি পাঁচ নম্বর জায়গা ধরে রাখলেও তাঁর পয়েন্ট ৮১৪। ২০১৭ সালের পর এতো কম পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়নি ভারত অধিনায়ককে। তবে টেস্ট বোলারদের তালিকায় এক ধাপ উঠে দুইয়ে চলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। এক ধাপ নেমে জশপ্রীত বুমরাহ রয়েছেন দশে। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উঠে চারে রয়েছেন অশ্বিন। বেন স্টোকস এক ধাপ উঠে দুইয়ে চলে এসেছেন, ফলে তিনে নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।

English summary
5-Match T20 Series Between India And England Starting From Friday. Rohit Sharma expects Hardik Pandya to contribute substantially with the ball in the T20 series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X