For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে কি পুনে থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ? কী বলছে বিসিসিআই

করোনার জেরে কি পুনে থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ? কী বলছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণে চলে আসা করোনা ভাইরাসের প্রভাব আরও একবার উর্ধ্বমুখী। মুম্বইতে ইতিমধ্যেই আছড়ে পড়েছে কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ। অতিমারীর নতুন জল গড়িয়ে গিয়ে পৌঁছেছে পুনেতেও। এমতাবস্থায় সেখানে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ হওয়া নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই ইস্যুতে বিকল্প ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে বিসিসিআই।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

বর্তমানে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ চলছে। তা শেষ হলে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর দুই দল ওয়ান ডে মোকাবিলায় মুখোমুখি হবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

পুনে থেকে সরতে পারে সিরিজ

পুনে থেকে সরতে পারে সিরিজ

ইতিমধ্যে মহারাষ্ট্রে পৌঁছে গিয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় পুনেতে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খোদ বিসিসিআই এ ব্যাপারে দোটনায় রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পরিবর্তে অন্য কোন মাঠে এই মোকাবিলা আয়োজন করা যায়, তা নিয়েও নাকি ভাবনাচিন্তা শুরু হয়েছে।

মহারাষ্ট্রের পরিস্থিতি

মহারাষ্ট্রের পরিস্থিতি

মহরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত দুই দিনে সে রাজ্যে প্রায় আট হাজার মানুষ নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। কেবল মুম্বইতে এক দিনে ১১০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ জমে উঠেছে। ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ কে জেতে, সেদিকে তাকিয়ে বিশ্ব।

English summary
India vs England ODI series will move off Pune after new wave of coronavirus in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X