For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাঁদে পড়ল না 'বিরাট' উইকেট, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময় অ্যান্ডারসন-কোহলির

ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসন একটি সম্ভাব্য এলবিডব্লুর আবেদন করেছিলেন। আম্পায়ারা তা খারিজ করে দেন। 

Google Oneindia Bengali News

দুই সেরার প্রতিদ্বন্দ্বিতায় খটাখটি লাগবে না, তা কি হয়? শনিবার ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে একটি এলবিডব্লু-র আবেদন নিয়ে উত্তপ্ত বাক্য-বিনিময়ে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ঘটনা এতদূর গড়ালো যে আম্পায়ারকে ডাকতে হল ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুটকে।

ফাঁদে পড়ল না বিরাট উইকেট, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময় অ্যান্ডারসন-কোহলির

ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন। কিন্তু বিরাট কোহলির মহামূল্যবান উইকেটটাই যে এখনও নেই তাঁর ঝুলিতে। অথচ বিরাটের দুঃস্বপ্নের সিরিজ ২০১৪ ইংল্যান্ড ট্যুরে ৪ বার তিনি বিরাটকে পরাস্ত করেছিলেন। তাই শেষ টেস্টে মুকুটে সেই পালক যোগ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অ্যান্ডারসন। শনিবারের ঘটনায় তা স্পষ্ট হয়ে গিয়েছে।

ভারতের ইনিংসের ২৯তম ওভারে বিরাট কোহলির জন্য অসাধারণ ফাঁদ রচনা করেছিলেন অ্যান্ডারসন। প্রথম দুটি বল অফস্টাম্পের বাইরে ফেলে আউটসুইং করিয়েছিলেন তিনি। ওভারের তৃতীয় বলটি একই জায়গায় ফেলেন। কিন্তু সেটি বাইরে না গিয়ে ভিতরে ঢুকে আসে।

বিরাট বলটি পড়তে সামান্য দেরি করেছিলেন। বলটি ভিতরে কাট করছে বুঝে তিনি প্যাডের সামনে থেকে ফ্লিক করতে যান। কিন্তু সময়ের সামান্য এদিক-ওদিকে বলটি তিনি ব্যাটে লাগাতে পারেননি। 'বিরাট' পুরষ্কার লাভের আশায় অ্যান্ডারসন-সহ গোটা ইংরেজ দল জোরালো আবেদন করে। কিন্তু অ্যান্ডারসনের লম্বা আবেদনে সাড়া দেননি কুমার ধর্মসেনা।

কিন্তু অ্যান্ডারসন-সহ ইংরেজ দল বিরাটের আউটের বিষয়ে প্রায় নিশ্চিত ছিলেন। তারা রিভিউ নেয়। বিষয়টি যায় তার্ড আম্পায়ের হাতে। সেই সম ইংরেজ ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যায়। থার্ড আম্পায়ার জানান, বোলারের পা ক্রিজের ভিতরেই ছিল, বল ব্যাটেও লাগেনি কিন্তু ইমপ্যাক্ট হয়েছে উইকেটের লাইনের বাইরে। কাজেই মাঠের আম্পায়েরর সিদ্ধান্তই ঠিক, কোহলি নট আউট।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/DePQn3fHsm">pic.twitter.com/DePQn3fHsm</a></p>— Gentlemen's Game (@DRVcricket) <a href="https://twitter.com/DRVcricket/status/1038455760152391680?ref_src=twsrc%5Etfw">September 8, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দুর্দান্ত ফাঁদ তৈরি করে শিকারকে প্রায় ধরতে ধরতে, ধরতে না পারার হতাশা গ্রাস করে অ্যান্ডারসনকে। আম্পায়ারের উপরই তিনি হতাশা প্রকাশ করেন। এরপরই দেখা যায় বিরাট কোহলিকে এগিয়ে আসতে। দুজনের মধ্যে বাদানুবাদ বেঁধে যায়। তাঁদের শান্ত করতে আম্পায়ারকে ইংরেজ ক্যাপ্টেন জো রুটকে ডাকতে হয়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য বিষয়টি মিটে যায়।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/FSbTxFbRft">pic.twitter.com/FSbTxFbRft</a></p>— Gentlemen's Game (@DRVcricket) <a href="https://twitter.com/DRVcricket/status/1038462241354539009?ref_src=twsrc%5Etfw">September 8, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এরপর কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের ৪৭তম ওভারে ৪৯ রান করে বেন স্টোকস-এর বলে রুটের হাতে ধরা পড়েন তিনি। খেলার শেষ কোহলি-অ্যান্ডারসন বিবাদ নিয়ে ইংরেজ খেলোয়াড় বাটলার বলেছেন, 'কোহলি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। অ্যান্ডারসন ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার। কাজেই ভক্তদের বা আমাদের মতো বাকি ক্রিকেটারদের কাছে ওদের টক্করটা বেশ উপভোগ্য। দুজনেই অত্যন্ত প্রতিযোগী মানসিকতার।'

English summary
Virat Kohli, James Anderson has got involved in a heated exchange during 2nd day's play of India vs England 5th Test. Anderson appealed for a possible lbw which was ruled out by the umpires.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X