For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্মান রক্ষার পঞ্চম টেস্ট - কারা থাকছেন, কারাই বা বাদ পড়ছেন ভারতের প্রথম একাদশ থেকে

৭ সেপ্টেম্বর থেকে কেনিংটন ওভালে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দেখে নিন কি হতে পারে এই ম্যাচে ভারতের প্রথম একাদশ।

  • |
Google Oneindia Bengali News

৬ সেপ্টেম্বর থেকে কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে ভারত। ইতিমধ্য়েই সিরিজে ৩-১ ফলে পিছিয়ে পড়েছে ভারত। ফলে ভারতের সামনে সিরিজ জয়ের আর কোনও আশা নেই।

সেই অর্থে হারানোর কিছুই নেই ভারতীয় দলের। তবে শেষ টেস্ট জিতে ইতিবাচক ভাবে সিরিজ শেষ করতে চাইছে ভারত। এই সিরিজে বিরাট কোহলি আর কিছুটা পুজারা ও আজিঙ্কা রাহানে ছাড়া ভারতের ব্যাটিং হতাশ করেছে ক্রিকেট ভক্তদের। তাই শেষ টেস্ট ভারতের সম্মান পুনরুদ্ধারের লড়াই।

অবশ্য হারানোর কিছু নেই বলে ভারতের সামনে সুযোগ রয়েছে বেশ কিছু নতুন মুখকে দেখে নেওয়ার। বিদেশের মাটিতে নতুনদের টেস্ট খেলার অভিজ্ঞাতা স্বাদ দিয়ে ভবিষ্যতের লগ্নি করতে চাইছে ভারত। আলোচনা চলছে ওপেনার পৃথ্বি শ, মিডল অর্ডারে হনুমা বিহারী করুণ নায়ারদের নিয়ে। অন্যদিকে সাউদাম্পটন টেস্টে ফের চোট পাওয়ার পর সম্ভবত বাদ পড়তে চলেচেন অশ্বিন। তাঁর জায়গায় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা।

দেখে নেওয়া যাক কি হতে পারে ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশ।

মা ও মাসির সঙ্গে

মা ও মাসির সঙ্গে

মা ও মাসি পদ্মিনী কোলাপুরীর সঙ্গে বিয়েবাড়িতে শ্রদ্ধা।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

মুরলি বিজয়ের ধারাবাহিক ব্যর্থতার পর শিখর ধাওয়ানকে সুযোগ দেওয়া হয়েছিল তৃতীয় টেস্টে। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি তিনি। সিরিজে ভারতের একমাত্র জেতা টেস্টে দুই ইনিংসেই তিনি ভাল শুরু দিয়েছিলেন। কিন্তু চতুর্থ টেস্টে আবার চুড়ান্ত ব্যর্থ হন তিনি। তবে তিনি আরও একটি সুযোগ পাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট আশা করছে তিনি ভাল কিছু করে দেখাবেন।

বাবার কোলে

বাবার কোলে

বাবা শক্তি কাপুরের কোলে ছোট্ট শ্রদ্ধা। পাশে দাঁড়িয়ে শ্রদ্ধার মা।

পৃথ্বী শ

পৃথ্বী শ

ওপেনার হিসেবে এই সিরিজে চুড়ান্ত ব্যর্থ কে এল রাহুল। এই অবস্থায় শেষ টেস্টে তরুণ পৃথ্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। সিরিজে হারানোর আর কিছু নেই। আর ঘরোয়া ক্রিকেটে ২০ বছরের পৃথ্বী ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন। ২৬টি ইনিংসে ৭টি সেঞ্চুরি করেছেন তিনি। অনেকে তাঁর মধ্যে পরবর্তী শচিন তেন্দুলকরকে খুঁজে পেয়েছেন।

ছোটবেলায়

ছোটবেলায়

দুই ভাইয়ের মাঝে শ্রদ্ধা।

চেতেশ্বর পুজারা

চেতেশ্বর পুজারা

সাউদাম্পটন টেস্টের একমাত্র শতরানটি করেছিলেন পুজারা। তাঁর সেই রানের উপর ভিত্তি করেই বারত প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। তাঁর উপর কিন্তু ভারতের মিডল অর্ডার অনেকটাই নির্ভর করে আছে। সম্মান রক্ষার শেষ টেস্টে তাঁর ব্যাট থেকে আরও দুটি ভাল ইনিংসের আশা করছে দল।

দাদার সঙ্গে

দাদার সঙ্গে

দাদা সিদ্ধার্থের সঙ্গে ছোট্ট শ্রদ্ধা।

বিরাট কোহলি

বিরাট কোহলি

অধিনায়ক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। চতুর্থ টেস্টেও দুই ইনিংসে তিনি ৪৬ ও ৫৮ রান করেন। সিরিজে একমাত্র ব্য়ার্থ হয়েছেন লর্ডস টেস্টে। সিরিজে ভারতের একমাত্র জেতা তৃতীয় টেস্টের দুই ইনিংসে তাঁর রান ছিল ৯৭ ও ১০৩। ভারতের ব্যাটিং এখন এতটাই কোহলি নির্ভর, যে শেষ টেস্টে ভাল কিছু করার জন্য সেই অধিনায়কের দিকেই তাকিয়ে আছে ভারত।

ফ্যামিলি অ্যালবাম

ফ্যামিলি অ্যালবাম

মা, দুই মাসি পদ্মিনী ও তেজস্বিনী তো রয়েছেনই ছবিতে রয়েছেন শ্রদ্ধার পরিবারের অন্যান্য সদস্যরা। (বাঁদিকে থেকে দ্বিতীয়) বসে রয়েছেন শ্রদ্ধাও।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

নটিংহামের তৃতীয় টেস্টে জয়ের পাশাপাশি ভারতের আরও একটি স্বস্তির কারন ছিল সহঅধিনায়কের ফর্মে ফেরা। দুর্দন্ত ৮২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। সাউদাম্পটনের প্রথম ইনিংসে অবশ্য আবার তিনি ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ব্যাট করে মূল্যবান ৫১ রান যোগ করেছিলেন রাহানে। কোহলি-রাহানে জুটি যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ কিন্তু ভারত জয়ের সরণীতেই ছিল।

বাড়িতে...

বাড়িতে...

দাদু, দাদা ও তুতো ভাইয়ের সঙ্গে শ্রদ্ধা।

কেএল রাহুল/হনুমা বিহারী/করুণ নায়ার

কেএল রাহুল/হনুমা বিহারী/করুণ নায়ার

সিরিজ জুড়ে ভারতের ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ক্রিকেট বিশেষজ্ঞরা আঙুল তুলেছেন ভারতের ৫ ব্যাটসম্য়ানে খেলার সিদ্ধান্ত নিয়ে। ইতিমধ্যেই কোচ রবি শাস্ত্রীর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারত সিরিজের শেষ ম্যাচে ৬ ব্যাটসম্যানে খেলতে পারে বলে শোনা যাচ্ছে। এই পজিশনের জন্য বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। এখানে করুণ নায়ারকে সুয়োগ দেওয়া হতে পারে অথবা কেএল রাহুলকেও ওপেনিং স্লট থেকে সরিয়ে ৬ নম্বরে খেলানো হতে পারে। শিকে ছিঁড়তে পারে ভারতের শেষ দুটি টেস্টের জন্য দলে প্রথমবার সুযোগ পাওয়া হনুমা বিহারী ভাগ্য়েরও।

ফটোশুট

ফটোশুট

বলিউড ডিভা শ্রদ্ধা কাপুর ফটোশুটের সময়।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ভারতের টেস্ট উইকেটকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার দারুণ সুযোগ পেয়েছিলেন পন্থ। কিন্তু সাউদাম্পটনের প্রথম ইনিংসে তিনি ২৯ বল খেলে ০ রান করে রেকর্ড করে ফেলেন। আর দ্বিতীয় ইনিংসে অযথা হুড়োহুড়ি করতে গিয়ে উইকেট ছুঁড়ে দেওয়ায় প্রাক্তনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন। পঞ্চম টেস্টে আরও একটা সুযোগ পাবেন তিনি।

সিদ্ধার্থ ও শ্রদ্ধা

সিদ্ধার্থ ও শ্রদ্ধা

শক্তি কাপুরের দুই ছেলেমেয়ে শ্রদ্ধা ও সিদ্ধার্থ একই ফ্রেমে। দুজনেরই চোখ কটা।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

চতুর্থ টেস্টে আবার নতুন করে চোট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম টেস্টের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া চতুর্থ টেস্টে তাঁর প্রদর্শনও মোটেই ভাল ছিল না। পাশাপাশি পেসার অলরাইন্ডার খেলানোর ভুতও কোচ-ক্যাপ্টেনের মাথা থেকে উড়ে গিয়েছে। সাউদাম্পটনে ব্যাটে-বলে চুড়ান্ত ব্যর্থ হার্দিক পান্ড্য। তাই জাদেজার প্রথম একাদশে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল।

বরুণের সঙ্গে

বরুণের সঙ্গে

এবিসিডি ২-এর সেটে বরুণ ধাওয়ানের সঙ্গে।

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

সিরিজে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন দিল্লির এই পেসার। তাঁর কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে দিচ্ছে। এজবাস্টনে তিনি ৫ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। সাউদাম্পটনেও তুলেছেন ৪টি উইকেট। ওবালের পিচে ঘাস থাকলে তাঁকে বোলিং ওপেন করতেও জাকা হতে পারে।

বন্ধুর সঙ্গে

বন্ধুর সঙ্গে

আনন্দের মুহূর্তে এক বন্ধুর সঙ্গে সেলফি তুললেন শ্রদ্ধা।

মহম্মদ শামি

মহম্মদ শামি

ইংল্যান্ডে শুরুর দিকে ফর্ম খুঁজে পাচ্ছিলেন না বাংলার এই পেসার। কিন্তু সাউদাম্পটনে দারুন বল করেছেন শামি। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়াই শুধু নয়, পুরনো বলে তাঁর ম্য়াজিক দেখাতে শুরু করেছেন তিনি। পঞ্চম টেস্টে ফর্মে ফেরা শামি, স্বাভাবিক বাছাই।

বাইকে চড়ে

বাইকে চড়ে

শুধু পোজ দেওয়াই নয়, ভারি বাইক চালানো শখ এই প্রাণবন্ত অভিনেত্রীর।

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা

সিরিজে একাধিকবার ইংরেজ টপ অর্ডারে কাঁপুনি ধরিয়েছেন বুমরা। তৃতীয় ও চতুর্থ দুই টেস্টেই তিনি ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। শেষ জ্ঞ টেস্টে মোট ২৫টি উইকেট নিয়েছেন তিনি। পরিসংখ্য়ানই দলে তাঁর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট।

ফটোশুটে

ফটোশুটে

পত্রিকার কভারের শুটের জন্য শ্রদ্ধা।

বিমানবন্দরের বাইরে

বিমানবন্দরের বাইরে

মেক আপ ছাড়া খুব সাধারণভাবেই বিমানবন্দরের সামনে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর।

ভাইয়ের সঙ্গে

ভাইয়ের সঙ্গে

তুতো ভাইয়ের সঙ্গে ছবি তোলার পোজ দিচ্ছেন শ্রদ্ধা।

পুরনো ছবি

পুরনো ছবি

দাদা সিদ্ধার্থের সঙ্গে ছোটবেলায় শ্রদ্ধা। ছোটবেলাতেও ততটাই সুন্দরী শ্রদ্ধা।

মজার ছলে

মজার ছলে

মজার ছলে মুখ বিকৃত করে ছবি তুলেছেন শ্রদ্ধা।

শুটিংয়ের ফাঁকে

শুটিংয়ের ফাঁকে

শুটিংয়ের ফাঁকে চঞ্চল শ্রদ্ধা।

সিদ্ধার্থ-শ্রদ্ধা

সিদ্ধার্থ-শ্রদ্ধা

একটি মিডিয়া অনুষ্ঠানে দাদা সিদ্ধার্থের সঙ্গে ছবি তুলছেন শ্রদ্ধা।

বন্ধুর সঙ্গে

বন্ধুর সঙ্গে

বন্ধুর সঙ্গে ছবিতে শ্রদ্ধা।

English summary

 India vs England 5th test will start from September 7 at Kennington Oval. Here is the probable first eleven of India for that match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X