For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রেয়সের প্রশংসা করে বিরাট আঙুল তুললেন খারাপ ব্যাটিংয়ের দিকে

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের কাছে প্রথম টি ২০-তে হারের জন্য ব্যাটিংকে দায়ী করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও সিরিজে আরও চারটি ম্যাচ বাকি থাকায় তিনি খুব একটা উদ্বিগ্ন নন। ঘুরে দাঁড়ানোর বিষয়েও আত্মবিশ্বাসী তিনি। তবে কেরিয়ারের সেরা রান করে বিশ্বকাপের দলে জায়গা কার্যত পাকা করে নিলেন শ্রেয়স আইয়ার।

একমাত্র অর্ধশতরান

একমাত্র অর্ধশতরান

ম্যাচের একমাত্র অর্ধশতরান এসেছে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে। ৪৮ বলে ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলে তিনি দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ৫ ওভারে ২০ রানের মধ্যে দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানকে হারিয়েছিল ভারত, শূন্য রানে ফেরেন অধিনায়ক বিরাট কোহলিও। প্রথমে ঋষভ পন্থ ও পরে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স। যেভাবে তিনি উইকেটের চরিত্র বুঝে শট খেলেছেন তার প্রশংসা করেছেন বিরাটও।

ছন্দে শ্রেয়স

ছন্দে শ্রেয়স

দশম ওভারে পন্থ আউট হওয়ার পর নামেন হার্দিক। তাঁর সঙ্গে শ্রেয়সের জুটিতে যোগ হয় ৫৪ রান। ভারতীয় ইনিংসে এটিই সর্বাধিক রানের পার্টনারশিপ। শ্রেয়স আইয়ার নিজে বলেছেন, সব বল একভাবে ব্যাটে আসছিল না। তাই সেদিকে সতর্ক থেকে ব্যাটিং করেছি। পাঁচ আর ছয় নম্বরে আমার আর হার্দিকের দায়িত্ব ছিল দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার। ১৫ ওভার পর্যন্ত ধরে খেলে তারপর চালানো লক্ষ্য ছিল। পাঁচে নেমে যেভাবে তিনি খেললেন তাতে সূর্যকুমার যাদবের প্রথম একাদশে আসার সম্ভাবনা কমল। শ্রেয়স অস্ট্রেলিয়ায় দুটি টি ২০ খেলেছিলেন। একটিতে ৫ বলে ঝোড়ো ১২ করে অপরাজিত ছিলেন। পরের ম্যাচে অবশ্য রান পাননি। তবে সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে পরপর দুটি শতরান তাঁর আত্মবিশ্বাস যে বাড়িয়েছে তা এদিনের খেলায় স্পষ্ট।

বিরাট দায়ী করলেন ব্যাটিংকে

বিরাট দায়ী করলেন ব্যাটিংকে

হারের জন্য বিরাট কোহলি দায়ী করলেন ব্যাটিংকে। বললেন, আমাদের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তা প্রয়োগে ব্যর্থ হয়েছি। এই ধরনের পিচে যেখানে বাউন্সের তারতম্য রয়েছে সেখানে কোন শট কখন খেলতে হবে সে বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রয়োগ করতে হবে। শ্রেয়স দেখিয়েছে এই পিচে কেমন ব্যাটিং করতে হয়। সবমিলিয়ে নিম্নমানের ব্যাটিং করেছি। শ্রেয়স ভালো খেললেও প্রথমে বেশি উইকেট হারানোয় দেড়শোর বেশি রান করা সম্ভব হয়নি। ১০ ওভারে আট উইকেট হাতে থাকলে খেলা অন্যরকম হতো।

চিন্তিত নন

চিন্তিত নন

নিজের ব্যাটিং নিয়েও চিন্তিত নন বিরাট। এদিন ভারত অধিনায়ক শূন্য রানে ফেরেন। বিরাটের কথায়, কেরিয়ারে ভালোর পাশাপাশি খারাপ সময়ও থাকবে। অনেক সময় বিপক্ষ বোলাররা পরিকল্পনায় আমাদের টেক্কাও দিতে পারেন। পজিটিভ থাকাই মূল কথা। টি ২০ বিশ্বকাপের আগে বেশ কিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালাব। তবে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হাল্কাভাবে নিচ্ছি না। সাদা বলের ক্রিকেটে আমরা আগেও জিতেছি।

 চিন্তায় রাখল ওপেনিং

চিন্তায় রাখল ওপেনিং

রোহিত শর্মাকে প্রথমে কয়েকটি ম্যাচে বিশ্রাম দিয়ে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিন প্রথমে ফেরেন লোকেশ রাহুল। জোফ্রা আর্চারের বলে বোল্ড হলেন ৪ বলে ১ রান করে। এরপর ১২ বলে চার রান করে মার্ক উডের বলে বোল্ড হলেন শিখর। ফলে রোহিতের সঙ্গী হিসেবে কে চূড়ান্ত হবেন দলের প্রথম একাদশে তার জন্য আরও কয়েকটি ম্যাচে নজর রাখতে হবে। এদিন ভারতের হয়ে বোলিং ওপেন করে তিন ওভারে ২৪ রান দেন অক্ষর প্যাটেল। ভুবনেশ্বর কুমার ২ ওভারে দেন ১৫ রান। চাহাল এক উইকেট নিলেও ৪ ওভারে খরচ করলেন ৪৪। পাণ্ডিয়া ২ ওভারে ১৩, শার্দুল ঠাকুর ২ ওভারে ১৬ রান খরচ করেন। প্রথম বলে জেসন রয়ের উইকেট-সহ ২.৩ ওভারে ১৮ রান দেন ওয়াশিংটন সুন্দর।

English summary
England Beat India By 8 Wickets In The First T20 At Motera. Shreyas Iyer Almost Confirmed His Place For T20 World Cup After Scoring His Career Best.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X