For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের দলকেই যে কারণে ভারতের সর্বকালের সেরা মনে করেন লয়েড

  • |
Google Oneindia Bengali News

অপ্রতিরোধ্য, অপরাজেয়। এক সময় তাঁর দলকে এই সব বিশেষণেই অভিহিত করা হতো। ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব ক্রিকেট শাসন করেছে বহু বছর। জিতেছে বিশ্বকাপ। সেই ক্লাইভ লয়েডই এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে সর্বকালের সেরা বেছে নিলেন। উল্লেখ্য, ইংল্যান্ডকে চতুর্থ টেস্ট হারানোর সঙ্গেই ক্লাইভ লয়েডের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। সবচেয়ে বেশি টেস্ট জয়ের নিরিখে এখন লয়েড ও বিরাট রয়েছেন যুগ্মভাবে চতুর্থ স্থানে। দুজনেই অধিনায়ক হিসেবে জিতেছেন ৩৬টি টেস্ট।

বিরাটের দলকেই যে কারণে ভারতের সর্বকালের সেরা মনে করেন লয়েড

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর থেকেই চর্চা চলছে এটাই ভারতের সর্বকালের সেরা দল কিনা। ক্যারিবিয়ান কিংবদন্তি মনে করেন এটাই সেরা। তাঁর কারণ হিসেবে বিরাটের দলের বৈচিত্র্যকেই চিহ্নিত করেছেন লয়েড। দেশের এক প্রথম সারির ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ভারতের এই দলে বৈচিত্র্য রয়েছে। ক্রিকেটাররা অনেক বেশি ফিট ও পেশাদার। অস্ট্রেলিয়ায় যেভাবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সিরিজ জিতেছে তা অসাধারণ। এই সিরিজের কথা মাথায় রাখলে এটা নিশ্চিতভাবেই বলা যায় ভারতের এই দলটাই সর্বকালের সেরা।

ঋষভ পন্থকে নিয়েও উচ্ছ্বসিত ক্লাইভ লয়েড। তিনি বলেন, বহু বছর ধরে রাহুল দ্রাবিড়ই ছিলেন ভারতের সেরা ব্যাটসম্যান। তবে তরুণ ঋষভ পন্থ যেভাবে এখন খেলছেন তার প্রশংসা করতেই হয়। জশপ্রীত বুমরাহকেই ভারতীয় দলের সেরা বোলার হিসেবে বেছে নিয়েছেন লয়েড। তিনি বলেন, সব সময় কিছু না কিছু চিন্তা করেন বুমরাহ। যে কোনও সময়ে যে কাউকে চমকে দিতে পারেন। বিষাক্ত বাউন্সার দিতে পারেন, দুই দিকেই বল স্যুইং করাতে পারেন। স্লোয়ারগুলিও দারুণ। বুমরাহ-র বোলিংয়ের কারণেও ভারত আজ এই জায়গায়। দলের যখন প্রয়োজন তখন বিপক্ষের জুটি ভাঙতে সেরা পছন্দ বুমরাহ-ই।

English summary
Virat Kohli-Led Indian Side Is The Best Because Of Variety, Says West Indian Legend Clive LLyod. Kohli Equals Lloyd's Record As Captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X