For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের সামনে এক নম্বরের হাতছানি, নাইট-সতীর্থর কাঁটায় বিদ্ধ মর্গ্যান

Google Oneindia Bengali News

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই হারল। বিরাট কোহলির দল তিন-শূন্যে এই সিরিজ জিতলে একদিনের আন্তর্জাতিকে বিশ্বের এক নম্বর দল হতে পারে। ইংল্যান্ড সিরিজে টেস্ট ও টি ২০-তে সিরিজ জিতলেও প্রথম ম্যাচগুলিতে হেরেছিল ভারত। তবে ওয়ান ডে সিরিজ শুরু হলো জয় দিয়েই। যাকে মধুর জয় বলেই উল্লেখ করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নাইট-সতীর্থর কাঁটায় বিদ্ধ মর্গ্যান

ম্যাচের পর বিরাট কোহলি বলেন, সম্প্রতি একদিনের ক্রিকেটে আমরা খুব বেশি মনে রাখার মতো ম্যাচ জিতিনি। তবে এই জয়টা আমার কাছে মধুর জয়। আমি আর শিখর যেভাবে খেলছিলাম তাতে আমাদের সাড়ে তিনশো রানও অসম্ভব ছিল না। আমার পর শ্রেয়স আর হার্দিকের উইকেট পড়ে। তবে শেষ ১০ ওভারে রাহুল আর ক্রুণাল যেভাবে খেলেছেন তাতেই আমরা ৩১৭ রানে পৌঁছাতে পারি। তারপর আমাদের বোলাররাও দারুণ কামব্যাক করেছেন। প্রথম স্পেলে মার খাওয়ার পরও প্রসিদ্ধ যেভাবে কামব্যাক করেছেন তা দারুণ। ক্রুণালও ভালো কামব্যাক করেছেন। শার্দুল আর ভুবনেশ্বরও অসাধারণ। যেভাবে আজ দল খেলেছে তাতে আমি গর্বিত।

শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল ছন্দে পাওয়াতেও খুশি ভারত অধিনায়ক। বিরাট বলেন, নিঃস্বার্থভাবে যাঁরা খেলেন দল সব সময় তাঁদের পাশে থাকেন। রাহুল আজ রানে ফিরেছেন। শিখর শতরান না পেলেও যেভাবে কঠিন পরিস্থিতিতে যে ইনিংস খেলেছেন তা খুবই ভালো। সবচেয়ে ভালো শিখর দলের বাইরে থাকার সময় তাঁর বডি ল্যাঙ্গুয়েজ। মাঠে জল নিয়ে যাওয়া থেকে শুরু করে দলকে অনুপ্রাণিত করে গিয়েছেন সব সময়। আজ নিজের নিষ্ঠার ফল পেয়েছেন। আমি শিখরকে বলেছিলাম ৩১ থেকে ৪০ ওভারের মধ্যে আমি চালিয়ে খেলব। ৪০ ওভার অবধি থাকলে সাড়ে তিনশো হতো। সবচেয়ে বড় কথা আমাদের দলে কেউ প্রথম একাদশে না সুযোগ পেলেও ভেঙে পড়েন না। ম্যানেজমেন্ট আমাদের সিনিয়রদের সঙ্গে সব সময় কথা বলে। আমাদের রিজার্ভ বেঞ্চের শক্তিও অনেক বেড়েছে। দলের প্রয়োজনে কাকে কোথায় খেলাতে হবে তা মাথায় রেখেই দল চূড়ান্ত করা হয়।

অভিষেকে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফর্ম করা প্রসিদ্ধ কৃষ্ণও নিজের পারফরম্যান্সে খুশি। সুনীল গাভাসকর যেমন বললেন, আইপিএলে বিভিন্ন দেশের নামি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকা, তাঁদের থেকে শেখা প্রসিদ্ধর মতো ক্রিকেটারদের সমৃদ্ধ করেছে। চাপের মুখে কীভাবে খেলতে হবে সে সম্পর্কে ক্রিকেটারদের আরও বেশি ওয়াকিবহাল রাখতে সাহায্য করে আইপিএল। প্রথম স্পেলে নিজের তৃতীয় ওভারে বেন স্টোকস ছিলেন প্রসিদ্ধর সামনে, প্রথম দুই ওভারে ১৫ রান দিলেও প্রসিদ্ধর এই ওভারে ওঠে ২২ রান। যদিও পরের স্পেলে প্রান্ত বদল করে এসেই ১৩৫ রান তোলা ওপেনিং জুটি ভাঙেন প্রসিদ্ধ, জেসন রয়কে আউট করে।

প্রসিদ্ধ জানালেন, তৃতীয় ওভারে ২২ রান দেওয়ার পর নিজেকে বোঝাই সঠিক জায়গায় বল রাখতে হবে। প্রথমদিকে লাইন, লেংথে সমস্যা হচ্ছিল। পরে তা পুষিয়ে নিই। আমাকে অনেকে হিট-দ্য-ডেক বোলার বলছেন। উপভোগ করছি। তবে সকলেই আজ ভালো বোলিং করেছেন। বিপক্ষ শুরুর দিকে রান তুললেও আমাদের বিশ্বাস ছিল উইকেট এলেই চাকা ঘোরানো সম্ভব হবে। এই ম্যাচেও ভুলত্রুটি শুধরে পরের ম্যাচে নামতে চাই। আশা করি সুযোগ পেলে ধারাবাহিকভাবে দলের জন্য এভাবেই নিজেকে উজাড় করে দেব।

ভারতীয় বোলাররা যে লাইন, লেংথে বল করেছেন তার প্রশংসা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। যাঁর উইকেটটিও পেতে পারতেন কলকাতা নাইট রাইডার্সে তাঁর সতীর্থ প্রসিদ্ধ, বিরাট সহজ ক্যাচ না ফেললে। জেসন রয়, বেন স্টোকস, স্যাম বিলিংস ও টম কারানকে আউট করেন এদিন কর্নাটকের পেসার কৃষ্ণ। দুটি গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দলের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন অভিষেক ম্যাচেই। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ ২৬ মার্চ।

ছবি- টুইটার

English summary
India Beat England By 66 Runs In The First ODI In Pune. Virat Happy With Sweet Victory As Prasidh Confident To Continue Good Show.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X