For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ সিরিজ শুরুর আগে ফিটনেস সমস্যার চ্যালেঞ্জ বিরাটদের সামনে

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ১৯ দলের দল ঘোষণা করেছে ভারত। যদিও কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে।

সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন বরুণ

সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন বরুণ

ফের ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ক্রিকেটারদের ফিটনেসের যে মাপকাঠি ধার্য করেছে বিসিসিআই, বরুণ চক্রবর্তী বারবার তাতে উত্তীর্ণ হতে পারছেন না। এর ফলে গোটা সিরিজেই তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ হাতছাড়া করতে চলেছেন। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে টি ২০ দলে থাকলেও কাঁধের চোটের কারণে ছিটকে যান। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে দীর্ঘ রিহ্যাব চলার পরও তাঁর ফিটনেস কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

তেওয়াটিয়াকে নিয়েও ধোঁয়াশা

তেওয়াটিয়াকে নিয়েও ধোঁয়াশা

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় দলে সুযোগের জন্য নতুন মাপকাঠি নির্ধারণ করেছে বিসিসিআই। ইয়ো-ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে গেলে দুরকম বিকল্প রাখা হচ্ছে ক্রিকেটারদের সামনে। ইয়ে-ইয়ো টেস্টের লেভেল বাড়িয়ে করা হয়েছে ১৭:১। অথবা বোলারদের ক্ষেত্রে ২ কিলোমিটার দৌড়াতে হবে ৮.১৫ মিনিটে। বাকিদের ২ কিলোমিটার দৌড় শেষ করতে হবে সাড়ে ৮ মিনিটে। রাহুল তেওয়াটিয়া হরিয়ানার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলে আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তিনিও ফিটনেসের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলেই খবর। বরুণ বা তেওয়াটিয়া কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না তা অবশ্য স্পষ্ট নয়। ফলে তেওয়াটিয়াও ফিটনেসজনিত কারণেই সিরিজে অনিশ্চিত।

ভারতের স্পিন আক্রমণ

ভারতের স্পিন আক্রমণ

বরুণ খেলতে না পারলেও ভারতীয় দলকে স্পিন আক্রমণ নিয়ে খুব একটা বেগ পেতে হবে না। কারণ অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর ছন্দেই রয়েছেন। তাঁদের সঙ্গী হচ্ছেন যুজবেন্দ্র চাহাল। তবে বরুণ চক্রবর্তীর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে রাজস্থানের স্পিনার রাহুল চাহারকে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন। নেট বোলার হিসেবে তিনি আমেদাবাদে দলের সঙ্গেই রয়েছেন।

নটরাজনের অনুপস্থিতিতে সাইনি বা শার্দুল

নটরাজনের অনুপস্থিতিতে সাইনি বা শার্দুল


বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ায় না খেলতে পারলেও সেখানেই অভিষেকে চমক দিয়েছিলেন টি নটরাজন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে থাকলেও এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তাঁর কাঁধেও অল্প চোট রয়েছে বলে জানা গিয়েছে। তিনি এখনও ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। নটরাজনকে প্রথম একাদশে ভাবাও হচ্ছিল। যদিও এখনও যা পরিস্থিতি তাতে সিরিজের প্রথম দিকে তিনি খেলতে পারবেন না। গোটা সিরিজে খেলতে পারবেন কিনা তা আগামী কয়েক দিনে স্পষ্ট হবে। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর বা নভদীপ সাইনি আসতে পারেন প্রথম একাদশে।

English summary
India vs England T20 Series Will Commence From Friday. Varun Chakravarthy Fails Fitness Test And T Natarajan Has Shoulder Niggle. Both Of Them May Not Be Available In T20 Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X