For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতকেই গুরুত্বপূর্ণ বেছে গাভাসকর জানালেন তৃতীয় টেস্টের ফল

  • |
Google Oneindia Bengali News

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ভারতই জিতছে। প্রথম দিনের খেলা শেষে এ কথা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি মনে করেন, কাল প্রথম সেশনেই টেস্ট থেকে ছিটকে যেতে পারে ইংল্যান্ড। রুটরা যদি ভারতকে ১৫০ বা ১৬০ রানের মধ্যে বেঁধে ফেলতে না পারেন তাহলে ইংল্যান্ডের কোনও সম্ভাবনাই থাকবে না। রোহিত শর্মা যেভাবে ব্যাট করছেন তাতে তা অসম্ভব। ইংল্যান্ড দিনের শেষ ওভারে বিরাট কোহলিকে তুলে নিতে না পারলে রাতে তাদের ঘুম হতো না বলেও জানিয়েছেন সানি।

রোহিতকেই গুরুত্বপূর্ণ বেছে গাভাসকর জানালেন তৃতীয় টেস্টের ফল

রোহিত শর্মার প্রশংসা করে গাভাসকর বলেন, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ব্যাট করা সহজ ছিল না। সেখানে ১৬১ রান তাঁর আত্নবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ৮২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন রোহিত, মেরেছেন ৯টি চার। গাভাসকরের মতে, ভারত কোনও নাইটওয়াচম্যান পাঠায়নি। অজিঙ্ক রাহানে কয়েকটি বলের জন্য হলেও নেমেছেন। এতে পজিটিভ মানসিকতারই পরিচয় পাওয়া গেল। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না। করতে হলেও অল্প রান তাড়া করতে চাইবে। ইংল্যান্ড ২০০ করলে তাদের তবু আশা ছিল, কিন্তু ১১২ রান করে এই উইকেটে ম্যাচ জেতার আশা করা উচিত নয়। ভারতের ব্যাটিং গভীরতা তো আছেই, এই ম্যাচেও রোহিতের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত ৬০-৭০ রানের লিড পেলেই ইংল্যান্ডের কাজ কঠিন হয়ে যাবে। তাই কাল শুরুতে রোহিতের উইকেটটিই ইংল্যান্ড টার্গেট করবে। বল বুঝে নিজের স্বাভাবিক খেলা খেললেই রোহিত ফের বড় রান করে দলের জয় নিশ্চিত করতে পারবেন। রোহিত শর্মার ব্যাটিংয়ের প্রশংসা করে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান বলেন, টেস্টেও রোহিত একজন দারুণ ব্যাটসম্যান। সবচেয়ে বড় কথা খারাপ বলের জন্য অপেক্ষা করে শট খেলেন।

প্রথম দিনের নায়ক অক্ষর প্যাটেল সিরিজে এখনও অবধি ১৩ উইকেট নিয়েছেন তিন ইনিংসে বল করে। ইনিংসে পাঁচ উইকেট-সহ চেন্নাইয়ে অভিষেক টেস্টে ৭ উইকেট নেওয়া অক্ষর নিজের শহরে প্রথম টেস্টে ২১.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে ৬ উইকেট নিয়েছেন। তার মধ্যে তিনটি লেগ বিফোর, দুটি বোল্ড। ইকনমি ১.৭৫। অশ্বিন-অক্ষর জুটির দাপট এতটাই ছিল যে ওয়াশিংটন সুন্দরকে বল করাননি বিরাট। অক্ষর নিজের পারফরম্যান্সে খুশি। এই ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, গোলাপি বল লাল বলের তুলনায় স্কিড করছিল বলে ব্যাটসম্যানদের লেগ বিফোর করতে সুবিধা হয়েছে। উইকেট টু উইকেট বল করে গিয়েছি। বেশি বৈচিত্র্য আনার চেষ্টা করতে হয়নি। ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বল করলেই গোলাপি বলে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা যাচ্ছে বলে জানিয়েছেন অক্ষর।

English summary
India vs England Third Test at Motera In Ahmedabad. Rohit Sharma Can Take The Match Away From England Says Gavaskar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X