For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলে শাহের সামনেই 'খেলা' দেখালেন অক্ষর-অশ্বিন, ধরাশায়ী ইংল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহের সামনে খেলা দেখালেন লোকাল বয় অক্ষর প্যাটেল। সঙ্গে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। ফলে চেন্নাইয়ের পর আমেদাবাদেও ভারতের কোয়ালিটি স্পিন বোলিংয়ের সামনে ধরাশায়ী হলো ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের জুটির সামনে দাঁড়াতে পারলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল চার উইকেটে একাশি। দ্বিতীয় সেশনেও অব্যাহত থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের ধস। অবশেষে ৪৮.৪ ওভারে ১১২ রানেই শেষ ইংল্যান্ড। ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট পেলেন অক্ষর প্যাটেল। এর আগে চেন্নাইয়েও ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন নিজের অভিষেক টেস্টে। এবার নিজের শহরে প্রথম টেস্টেও একই নজির গড়লেন।

গোলাপি বলেও ভারতীয় স্পিনারদের সামনে ধরাশায়ী ইংল্যান্ড

ওপেনার জ্যাক ক্রলি ৫৩ রান করেন। বাকিরা কেউ বলার মতো রান পাননি। অপর ওপেনার ডম সিবলি শূন্য রানে আউট হন। এই টেস্টের দলে ফেরা জনি বেয়ারস্টোও ফেরেন খালি হাতেই। অশ্বিনের বলে ১৭ রানে লেগ বিফোর হন রুট, রিভিউ নিয়েও রক্ষা পাননি। বেন স্টোকস ৬, অলি পোপ ১, জোফ্রা আর্চার ১১, জ্যাক লিচ ৩ রানে আউট হন। ৯৮ রানের মধ্যেই ৮ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট পেলেন অক্ষর প্যাটেল। স্টুয়ার্ড ব্রড দলের ১০৫ রানের মাথায় তিন রান করে আউট হন, তিনি প্যাটেলের পঞ্চম শিকার। ঘরের মাঠে প্রথম ম্যাচ স্মরণীয় করে রেখে শেষে ১২ রান করা বেন ফোকসকেও আউট করেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন তিন উইকেট পেয়ে এগোচ্ছেন চারশো ক্লাবের দিকে। শততম টেস্টে ডম সিবলির উইকেটটি পেয়েছেন ইশান্ত শর্মা। মাঠে বসে খেলা দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৫০ বছরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারও খেলতে পারল না এই নিয়ে ষষ্ঠবার। ভারতের বিরুদ্ধে এই প্রথম। শেষবার ২০১৯ সালে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৫ রানে অল আউট হয়েও শেষ অবধি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। তবে বাকি চারবারই টেস্ট হার বাঁচাতে পারেনি তারা।

English summary
India vs England Third Test at Motera In Ahmedabad.Spinners Put India On Top.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X