For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক, পুরানো ওপেনিং জুটিতেই ফিরছে ভারত

Google Oneindia Bengali News

কাল থেকে পুনেতে শুরু ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। ফরম্যাট বদলের সঙ্গেই ওপেনিংয়ে দেখা যাবে সেই পুরানো জুটিই। অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন শিখর ধাওয়ানই ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে।

ওপেনিং জুটি

ওপেনিং জুটি

টি ২০ সিরিজে নানা কম্বিনেশন খেলিয়েও শেষ ম্যাচে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার ওপেনিং জুটিই প্রথমবার নেমে বাজিমাত করেছে। যদিও একদিনের সিরিজে শিখর ধাওয়ানই রোহিতের সঙ্গে শুরু করবেন বলে আজ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে একদিনের আন্তর্জাতিকে এই জুটি যেভাবে খেলেছে তাতে কোনও সংশয়ই নেই। নিশ্চিতভাবেই ওপেনিংয়ে দেখা যাবে শিখরকে।

ওপেনার যখন বিরাট

ওপেনার যখন বিরাট

তিনি নিজে টি ২০-তে ওপেন করতে নেমে নির্বাচকদের কোনও বার্তা দিলেন কিনা সে প্রশ্নে বিরাট বলেন, দল নির্বাচনে ম্যানেজমেন্টের যেমন কোনও ভূমিকা থাকে না তেমনই মাঠে কী কম্বিনেশনে খেলা হবে তা ঠিক করার ক্ষেত্রে কোনও ভূমিকাই থাকে না নির্বাচকদের। রোহিত সঠিকভাবেই বলেছেন, এটা আমাদের একটি কৌশলী পদক্ষেপ ছিল। আমরা নিজেরাও উপভোগ করেছি, দলের ব্যাটিংয়েও তার প্রভাব দেখা গিয়েছে। তবে ভবিষ্যতে এটাই যে চলবে তার কোনও নিশ্চয়তা নেই। সব বিকল্প খোলা রাখতেই আমি আইপিএলে ওপেন করব।

বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত

বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত

আমি ওপেনার হিসেবে নিজেকে বুঝে নিতে চাইছি। কারণ আমি ওপেন করলে সূর্যকুমারের মতো কাউকে প্রথম একাদশে যদি সুযোগ করে দেওয়া যায় তা তো ভালোই। দলের প্রয়োজনে আমি যে কোনও ভূমিকা নিতে তৈরি। তবে টি ২০ বিশ্বকাপের ওপেনিং জুটি নিয়ে বিশ্বকাপের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

আম্পায়ারিং নিয়ে

আম্পায়ারিং নিয়ে

আম্পায়ারস কল প্রসঙ্গে বিরাট বলেন, এটি বেশ কিছু সন্দেহের সৃষ্টি করছে। যদি বল উইকেটে লাগে, বেল পড়ে তবে আউট। ক্রিকেটের এই সাধারণ জ্ঞানের দিক থেকে দেখলে এ বিষয়ে কোনও সংশয় থাকা উচিত নয়। বলের কতটা উইকেটে লাগছে সেটা গুরুত্বপূর্ণ নয়। সফট সিগন্যালের ক্ষেত্রে ফিল্ডিং দলের সততাই কাম্য। এখানেই আসে ক্রিকেটীয় স্পিরিটের বিষয়টি। সূর্যকুমার বা সুন্দরের বিতর্কিত ক্যাচের বিষয়টি যে এখনও ভারতীয় দল ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করে বিরাট বলেন, বিদেশে ভারতীয় দলের ক্ষেত্রে এমনটা হলে ক্রিকেটের স্পিরিটের কথা বলা হয়। ফলে বিষয়টা একতরফা হওয়া উচিত নয়। উল্লেখ্য, চতুর্থ টি ২০-তে রিপ্লেতে দেখা গিয়েছিল মালান ক্যাচ ধরার আগে তা মাটি স্পর্শ করেছিল। তৃতীয় আম্পায়ারের মনে সংশয় থাকায় সফট সিগন্যালে আউট হতে হয় সূর্যকে। কারণ তার আগে মাঠের আম্পায়াররা তাঁকে আউট দিয়েছিলেন।

টানা জৈব সুরক্ষা বলয়ে

টানা জৈব সুরক্ষা বলয়ে

ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার গত অগাস্ট মাস থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। এ প্রসঙ্গে বিরাট বলেন, ক্রীড়াসূচি আমাদের হাতে নেই। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে খেলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ক্রীড়াসূচি, ওয়ার্কলোড সম্পর্কে দলের সকলেই সচেতন। বর্তমান পরিস্থিতিতে আমরা কেউই জানি না কখন কী বিধিনিষেধ আরোপিত হবে। সকল ক্রিকেটার যাতে শারীরিক তো বটেই, মানসিকভাবেও তরতাজা থাকেন সেটা নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাহলে যে বেশি শক্তিশালী সেই বেশি ম্যাচ খেলবে এটা ভালো সংস্কৃতি নয়। সকলেই যাতে যোগ্যতা অনুযায়ী খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন সেদিক মাথায় রেখেই পদক্ষেপ করা প্রয়োজন।

English summary
India vs England First ODI Will Be Played In Pune Tomorrow. Shikhar Dhawan Will Open With Rohit Sharma, Says Virat Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X