For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ভারত ও ইংল্যান্ড দলে হতে পারে যে পরিবর্তন

Google Oneindia Bengali News

আমেদাবাদের মোতেরায় একদিন বাদে একটি করে টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আগামীকাল তৃতীয় টি ২০ ম্যাচ। গতকাল ভারত জেতায় সিরিজ এখন ১-১। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামীকালের ম্যাচে দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা।

ঈশান পাকা, রাহুলের জায়গায় রোহিত

ঈশান পাকা, রাহুলের জায়গায় রোহিত

এই সিরিজেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন বেছে নিতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। রোহিত শর্মাকে দুটি টি ২০ আন্তর্জাতিকে বিশ্রাম দেওয়া হয়েছে। লোকেশ রাহুলের সঙ্গে প্রথম ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ হন শিখর ধাওয়ান। তাঁর জায়গায় গতকাল ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণকে খেলানো হয়, দলের জয়ে বড় অবদান রাখে কিষাণের ব্যাটিং। ফলে তৃতীয় ম্যাচে ওপেনার হিসেবে তাঁর থাকা নিশ্চিত। দুটি ম্যাচেই ব্যর্থ হওয়ায় আগামীকাল প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন লোকেশ রাহুল। রোহিত শর্মা-ঈশান কিষাণ জুটিকে তাই আগামীকালের ম্যাচে দেখে নেওয়া হতে পারে।

ইংল্যান্ড পাচ্ছে উডকে

ইংল্যান্ড পাচ্ছে উডকে

প্রথম টি ২০ ম্যাচে দুরন্ত বোলিং করলেও গতকালের ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উড। গোড়ালিতে চোটের কারণে। যদিও ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন, উডকে তৃতীয় ম্যাচে পাওয়া যাবে। বড় রানের জন্য জেসন রায়ের দিকেও তাকিয়ে থাকছে ইংল্যান্ড।

হেরেও খুশি

হেরেও খুশি

দ্বিতীয় টি ২০ ম্যাচে ১৬৪ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। তবে হেরেও খুশি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর কথায়, কমফোর্ট জোনের বাইরে এসে ভালোই লাগছে। সেরা দল হতে গেলে সব পরিবেশেই মানিয়ে নিতে হবে। প্রথম ম্যাচের উইকেটে জোরে বোলারদের জন্য সহায়তা ছিল। ওই উইকেটটা ছিল অনেকটা ইংল্যান্ডের কার্ডিফের মতো। তবে গতকালের ম্যাচটি হয়েছে টিপিক্যাল ভারতীয় উইকটে। বল মন্থর গতিতে আসছিল। বেশি উঠছিল না। খুব বেশি ঘূর্ণিও ছিল না। মর্গ্যান বলেন, এমন পিচে আমরা যা রান করেছি তা খারাপ নয়। যত বেশি এমন উইকেটে খেলব, তত আমাদের খামতিগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারব। তা শুধরে নিয়ে এমন উইকেটে খেলার জন্য আমরা আরও বেশি করে প্রস্তুত হতে পারব। বিশ্বকাপের জন্য এটা আমাদের কাজে লাগবে।

ঘূর্ণি পিচে মঈন

ঘূর্ণি পিচে মঈন

তৃতীয় টি ২০-র পিচ হবে লাল মাটির উইকেট। মর্গ্যানের দাবি, এই পিচে বল ঘুরবে বলেই মনে হচ্ছে। সিরিজের ফল কী হবে তার চেয়েও আমাজের গুরুত্বপূর্ণ এমন পিচে আমরা কেমন খেলব সেটা দেখা। কারণ, বিশ্বকাপের জন্য এটা সেরা প্রস্তুতি আমাদের কাছে। প্রথম দুটি উইকেটে বেশি বল ঘোরেনি, তবে তৃতীয় ম্যাচে ঘুরবে বলেই মনে হচ্ছে। ফলে টম কারানের জায়গায় এই ম্যাচে মঈন আলিকে খেলাতে পারে ইংল্যান্ড।

English summary
India vs England Third T20 To Be Played Tomorrow In Ahmedabad. KL Rahul May Face Axe, Rohit Sharma May Be Included. Mark Wood Available, Says Morgan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X