For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদার সামনে পন্থের সুপার-শটে বোল্ড যুবরাজ, পিটারসেন

Google Oneindia Bengali News

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টি ২০ আন্তর্জাতিক। মাঠে উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ। টস হেরে ব্যাট করতে নেমে ভারত ২.৩ ওভারের মধ্যেই লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে হারায়, ভারতের রান তখন মাত্র ৩। ভারতকে ম্যাচে ঘোরাতে আক্রমণের রাস্তা বেছে নিলেন চারে নামা ঋষভ পন্থ। এক বছরের বেশি সময় পর ভারতীয় দলে প্রত্যাবর্তন। আর সেই ম্যাচেই চর্চায় ঋষভের এক দুরন্ত শট।

আবার পন্থ

আবার পন্থ

চতুর্থ টেস্টে জেমস অ্যান্ডারসনের বলে রিভার্স-ফ্লিক মেরে চমকে দিয়েছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। ফর্মে থাকায় তাঁর আত্মবিশ্বাস কতটা বেড়েছে তার প্রমাণ মিলল আজ মোতেরায়। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে তখন আগুন ঝরাচ্ছেন আর্চার। নিজের আগের ওভারেই তিনি ফিরিয়েছেন রাহুলকে। পন্থকেও গতিতে মাত করতে চেয়েছিলেন। ম্যাচের চতুর্থ ওভারে আর্চারের পঞ্চম বলটিতে ছক্কা হাঁকালেন পন্থ। এক সপ্তাহের মধ্যেই অ্যান্ডারসনের পর এবার আর্চারের গতিকে কাজে লাগিয়ে ছক্কা মারলেন রিভার্স-স্কুপ বা রিভার্স-ফ্লিকে। এরপরের বল এসেছিল প্রায় ১৪৯ কিলোমিটার বেগে, সেটিতে স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে চার।

মুগ্ধ যুবরাজ

মুগ্ধ যুবরাজ

পন্থের এই শট দেখে যুবরাজ সিং লেখেন, এটাই ভারতের নতুন প্রজন্ম। পুরোপুরি নির্ভীক! রিভার্স স্যুইপ না কী বলব এই শটকে বুঝতেই পারছি না। কিন্তু একজন ফাস্ট বোলারকে এভাবে বাউন্ডারির বাউরে পাঠানো দেখে সত্যিই হ্যাটস অফ! গেম অন। উল্লেখ্য, যুবরাজও এমন আক্রমণাত্মক খেলা পছন্দ করেন। স্টুয়ার্ড ব্রডের বলে ছয় ছক্কার কথাও কি আজ মাথায় এসেছিল যুবির?

মুগ্ধ কেপি

মুগ্ধ কেপি

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও মুগ্ধ পন্থের এই শট দেখে। তিনি টুইটারে লিখেছেন, পন্থ ক্রিকেট ইতিহাসের সেরা শট আজকে খেললেন। ৯০ মাইল বেগে ধেয়ে আর্চারের নতুন বলে রিভার্স স্যুইপ বা রিভার্স লিফটিংয়ে ছক্কা মারা চোখধাঁধানো।

ফর্মে ঋষভ

ফর্মে ঋষভ

অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে দেশকে বাঁচিয়েছেন, দেশকে জিতিয়েছেন। কিপিং উন্নত করেছেন। এদিন ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান তোলে। সর্বাধিক ৬৭ রান করেন শ্রেয়স আইয়ার। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬৭ রান করেন শ্রেয়স। তারপরেই রয়েছে পন্থের একুশ। ২টি চার ও একটি অবিশ্বাস্য ছয়ের সাহায্যে ২৩ বলে ২১ করেন পন্থ। তাঁকে আউট করেন বেন স্টোকস।

English summary
5-Match T20 Series Between India And England Starts Today. Rishabh Pant's Reverse Flick Against Jofra Archer Praised By Yuvraj Singh And Kevin Pietersen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X