For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাট

চিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাট

  • By Manojit Moulik
  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে প্রত্যাশামতোই আজ থেকে নেট প্র্যাকটিস শুরু করে দিল ভারতীয় দল (Indian Cricket Team। এদিন সকালে অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের উজ্জীবিত রাখতে বিশেষ বার্তা দেন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলিকেও (Virat Kohli)। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)।

বেশ কিছুক্ষণ চলে নেট প্র্যাকটিস

বেশ কিছুক্ষণ চলে নেট প্র্যাকটিস

চেন্নাইয়ে প্রথম টেস্টে দর্শক ও সাংবাদিকদের প্রবেশ নিষেধ। ক্লোজড ডোর অনুশীলনেও একই নিয়ম প্রযোজ্য। তবে দলের অনুশীলনের ছবি, খবর টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করছে বিসিসিআই। তাতেই দেখা যাচ্ছে, সকালে নেট প্র্যাকটিস শুরুর আগে কোহলি ব্রিগেডকে চাঙ্গা রাখতে বার্তা দিচ্ছেন কোচ রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের ধারা এবার দেশের মাটিতেও ধরে রাখতে আত্মবিশ্বাসী ভারত। তবে আত্মতুষ্টির জায়গা নেই। ইংল্যান্ডকেও হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন নেই। আইপিএলের সুবাদে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে বিপক্ষ দলের অনেকেরই। তার উপর শ্রীলঙ্কাকে সদ্যসমাপ্ত সিরিজে হারিয়ে চেন্নাইয়ে পা রেখেছে ইংল্যান্ড। ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি ও ইশান্ত শর্মা। এদিন দীর্ঘক্ষণ নেট প্র্যাকটিস করেন ভারতীয়রা।

নজরে বিরাট

নজরে বিরাট

বাবা হওয়ার পর এই প্রথম মাঠে নামবেন বিরাট কোহলি। দলের সঙ্গে যোগ দেওয়ার পর সতীর্থদের চনমনে রাখতে সবরকম চেষ্টা করছেন ভারত অধিনায়ক। কোয়ারান্টিন পর্ব কাটিয়ে বিরাট অবশ্য গতকালই চিপকে গা ঘামাতে নেমে পড়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। আজ অনুশীলনে নামার সঙ্গে টিম হাডলে সতীর্থদের উদ্দেশে বার্তা দেন ভারত অধিনায়ক।

অনুশীলনে ইংল্যান্ডও

অনুশীলনে ইংল্যান্ডও

আজ দুপুর থেকে অনুশীলনে নেমেছে ইংল্যান্ডও। বেন স্টোকস, জোফ্রা আর্চার ও ররি বার্নস অবশ্য আগেই ভারতে পৌঁছানোয় তাঁরা শনিবার থেকেই অনুশীলন শুরু করেছিলেন। ভারতের মতো ইংল্যান্ডও এদিন দুপুর থেকে নেট প্র্যাকটিস শুরু করেছে। এদিকে, দ্বিতীয় টেস্টে চিপকে গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক ও প্রেস বক্সে সাংবাদিকদের প্রবেশাধিকারের ব্যাপারে বিসিসিআই মৌখিক সম্মতি দিয়েছে বলে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA) সূত্রে খবর।

জার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরেজার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরে

English summary
India vs England 2021: Ravi Shastri and Virat Kohli motivates Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X