For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট, কেমন হবে চিপকের পিচ? কী বলছে আবহাওয়া?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট, কেমন হবে চিপকের পিচ? কী বলছে আবহাওয়া?

  • |
Google Oneindia Bengali News

তিন দিন পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। করোনা ভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক আসন্ন ম্যাচে কেমন হবে চিপকের পিচ। কেমন থাকবে আবহাওয়া, তাও জেনে নেওয়া যাক।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ম্যাচের পাঁচ দিন চিপকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্পিন সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তৃতীয় দিনে পিচ ভাঙলে বল আরও ঘুরবে বলে জানানো হয়েছে। টসে জিতে আগে ব্যাটিং করা উচিত হবে বলে জানিয়েছেন কিউরেটর। চিপকের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হতে পারে বলেও আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে।

কবে থেকে শুরু ম্যাচ

কবে থেকে শুরু ম্যাচ

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। ১৩ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে। মোকবিলায় ভারতের পাল্লা ভারী বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোথায় দেখা যাবে ম্যাচ

কোথায় দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।

নজরে বিরাট-রাহানে, তবে পিটারসেন, কর্ক ইংল্যান্ডের আশা দেখছেন নানজরে বিরাট-রাহানে, তবে পিটারসেন, কর্ক ইংল্যান্ডের আশা দেখছেন না

English summary
India vs England 2021 : Pitch report and weather forecast of Chepauk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X