For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন রাতের টেস্ট বসে দেখবেন কত দর্শক?

মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন রাতের টেস্ট বসে দেখবেন কত দর্শক?

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের দ্বিতীয় দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। আর কিছু সময় পরেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে এই হাই ভোল্টেজ ম্যাচে একসঙ্গে মাঠে বসে কতজন দর্শক দেখবেন, তা জেনে নেওয়া যাক।

মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন রাতের টেস্ট বসে দেখবেন কত দর্শক?

অতিমারীর কারণে ভারতে দীর্ঘদিন বন্ধ ছিল বাইশ গজের খেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত ধরে দেশে ফের চালু হয়েছে ক্রিকেট। যদিও চিপকে এই সিরিজের প্রথম ম্যাচ দর্শকশূন্য মাঠেই হয়েছে। একই মাঠে হওয়া দ্বিতীয় টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেয় প্রশাসন। ওই ম্যাচের প্রতিদিন মাঠে বসে মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখেন। ক্রিকেট মাঠে ফের দর্শক সমাগমে আবেগতাড়িত হয়ে পড়েছিল বিসিসিআই। চেনা ফ্যানদের গর্জনকে শক্তি বানিয়ে ইংল্যান্ডকে ওই টেস্ট ৩১৭ রানে হারিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

এমনই এক পরিস্থিতি আহমেদাবাদের মোতেরায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। দিন রাতের ফর্ম্যাটে শুরু হতে চলা এই ম্যাচে করোনা ভাইরাসের আতঙ্ক ঠেলে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। ফ্যানদের গর্জনের মাঝে মায়াবী মোতেরায় ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

নতুন ভাবে গড়ে ওঠা সর্দার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। বিশ্বের অন্য কোনও প্রান্তে এত বড় ক্রিকেট স্টেডিয়াম আর নেই। এহেন ময়দানে অনুষ্ঠিত হতে চলা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে অতিমারীর জেরে এই মোট ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক মাঠে বসে প্রতিদিন খেলা দেখতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। প্রথম তিন দিনের টিকিট আর অবশিষ্ট নেই বলে জানিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সাহাগঞ্জের ডানলপ মাঠে নতুন পিচে মনোজ, মমতার হাত ধরে যোগ তৃণমূলেসাহাগঞ্জের ডানলপ মাঠে নতুন পিচে মনোজ, মমতার হাত ধরে যোগ তৃণমূলে

English summary
India vs England 2021 : Numbers of crowd will watch day night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X