For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নার্ভাস না ব্রেনফেড? পঞ্চাশের পর ঈশানকে যা বললেন বিরাট

Google Oneindia Bengali News

ঋষভ পন্থের পর এবার ঈশান কিষাণ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন লোকেশ রাহুল। টি ২০ ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে উপরে থাকলেও এখন দলে জায়গা ধরে রাখাই কঠিন তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি ২০-তেই চূড়ান্ত ব্যর্থ। প্রথম ম্যাচে এক রানে আউট হন। গতকাল প্রথম ওভার মেডেন দিয়ে শেষ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ফেরার পর যেভাবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান, তাতে সীমিত ওভারের ক্রিকেটেও রাহুলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।

ঈশান ঝড়

ঈশান ঝড়

আন্তর্জাতিক অভিষেকেই ম্যাচের সেরা হলেন ঈশান কিষাণ। ৫৪ বলে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে তিনি ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। এতেই কার্যত দলের জয় নিশ্চিত হয়ে যায়। ৫টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫৬ রান করে আদিল রশিদের বলে লেগ বিফোর হন। শেষ অবধি থেকে বিরাট কোহলি ৪৯ বলে অপরাজিত ৭৩ করলেও ম্যাচের সেরা ঈশান।

বিরাটের প্রশংসা

বিরাটের প্রশংসা

অধিনায়ক বিরাট কোহলি ঈশান কিষাণের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, আইপিএলে আমরা দেখেছি ঈশানকে নামি আন্তর্জাতিক বোলারদের বিপক্ষে অবলীলায় ছক্কা মারতে। এদিনের ম্যাচেও যখন আমরা শূন্য রানে প্রথম উইকেট হারালাম, তারপর পাল্টা আক্রমণের রাস্তায় গিয়ে ঈশানই আমাদের জয় নিশ্চিত করে দিয়েছে। তরুণ ক্রিকেটারদের কাছ থেকে এমন ভয়ডরহীন ব্যাটিংই আমরা প্রত্যাশা করে থাকি। আমাদের পরিরল্পনা খুব ভালোভাবে অনুধাবন করতে দেখছি ঈশানকে। সেই মতো খুব বেশি ঝুঁকিপূর্ণ শট না খেলেও ঝোড়ো ব্যাটিং করে ম্যাচ বের করার ক্ষমতা রয়েছে। ঈশানের এমন আক্রমণাত্মক ব্যাটিং বিরাটের উপর চাপ কমাবে বলে মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন। তাঁর মতে, রাহুল, রোহিতরা ভালো ব্যাটসম্যান। তবে ঈশানের দলে আসা ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে এক অন্য মাত্রা যোগ করেছে।

রোহিতের পরামর্শ

রোহিতের পরামর্শ

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন ধোনির রাজ্যের ঈশান। ২২ বছরের ঈশান বলেন, রোহিত ভাই ম্যাচের আগে বলল তুমি ওপেন করবে। আইপিএলে যেমন খোলা মনে খেলো সেভাবেই খেলো। নামার সময় নার্ভাস ছিলাম। কিন্তু মাঠে নেমে দেশের পতাকা দেখে, দেশের জার্সি দেখে ঠিক করি, সেরাটাই দিতে হবে। তাঁর নেতৃত্বেই ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর-সমৃদ্ধ ভারতীয় দল ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে। পন্থ, সুন্দররা আগে জাতীয় দলে খেললেও ঈশানের অভিষেক হলো গতকালই। তিনি বলেন, ওই দলের সতীর্থদের জাতীয় দলে খেলতে দেখে ভালো লাগে। আমিও ঠিক করেছিলাম, প্রতিদিন নিজেকে উন্নত করব। এখন ক্রিকেট যেখানে রয়েছে তাতে কারও কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নেই। দলের প্রয়োজনে যেখানে নামানো হবে সেখানেই সেরাটা দিতে প্রস্তুত থাকতে হবে।

অর্ধশতরানের পর

অর্ধশতরানের পর

অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ব্যাট তোলেননি ঈশান। এ ব্যাপারে তিনি সতীর্থ যুজবেন্দ্র চাহালকে সাক্ষাতকার দিতে গিয়ে বলেন, আমি নার্ভাস ছিলাম না। তবে অর্ধশতরান করার বিষয়টি মাথায় ছিল না। বিরাট ভাই এসে বললেন, টপ ইনিংস। তখনই মাথায় আসে অর্ধশতরানের বিষয়টি। আমি নিজে পঞ্চাশের পর ব্যাট তুলি না। তবে বিরাট ভাই বললেন, স্টেডিয়ামের চারদিকে ব্য়াট ঘুরিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে। তা শুনেই ব্যাট তুলে ঘোরাই।

English summary
India vs England Third T20 To Be Played Tomorrow In Ahmedabad. Nothing Greater Than Playing For India Says Ishan Kishan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X