For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ফের সিরিজ জয়ের কাছে 'লর্ড শার্দুল'-এ, রোহিত-কোহলিকে নিয়ে লক্ষ্মণের উদ্বেগ

Google Oneindia Bengali News

ব্যাটের পর বল হাতেও কামাল শার্দুল ঠাকুরের। জয়ের জন্য ৩৩০ রান তাড়া করতে নেমে ধুঁকছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ছটি উইকেটের মধ্যে তিনটি উইকেটই তুলে নিয়েছেন শার্দুল ঠাকুর। এর আগে এদিন, হার্দিক পাণ্ডিয়া আউট হওয়ার পর আজ পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক শেষ ম্যাচে আটে ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার।

লর্ড শার্দুল

লর্ড শার্দুল

স্কুল ক্রিকেট থেকেই আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন শার্দুল। প্রথম দিকে নেমেই মারতেন। তবে কোচ দীনেশ লাডের পরামর্শে বল দেখে থিতু হতে আক্রমণে যাওয়াই শার্দুলের ব্যাটিং-শৈলী। আর আজ তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখে তাঁকে বিভিন্ন নাম দিলেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ক্রিকেটপ্রেমীরা। বল হাতেও এখনও অবধি জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিয়েছেন লর্ড শার্দুল

দুরন্ত ছন্দে

দুরন্ত ছন্দে

এদিন ২১ বলে ৩০ রান করেন শার্দুল। একটি চার মেরেছেন, হাঁকিয়েছেন তিনটি ছক্কা। প্রথম ছক্কাটি মারেন মার্ক উডের বলে। বুক সমান উচ্চতার শর্ট বল উড়িয়ে দেন লং লেগ দিয়ে। পরবর্তী ছক্কা রিস টপলের বলে। এটিও বুক সমান উচ্চতায় শর্ট বল, এবার পুল করে লং লেগের উপর দিয়েই সীমানার বাইরে পাঠান শার্দুল। তৃতীয় ছক্কাটি দেখে অবাক হয়ে যান বেন স্টোকস। স্টোকসের স্লোয়ার ফুল বল অফ স্টাম্পের বাইরে ছিল। অনবদ্য দক্ষতায় মিড অফের উপর দিয়ে ছক্কা হাঁকান শার্দুল। ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে তাঁর জুটিতেই তিনশো পার করে ভারত। শার্দুলের এই ব্যাটিং দেখে নেটিজেনরা তাঁকে লর্ড শার্দুল বলে অভিহিত করে নানা কমেন্ট করতে থাকেন। বল হাতেও ইংল্যান্ডের প্রথম ছয় উইকেটের মধ্যে জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও ডেভিড মালানের উইকেট তুলে নিয়েছেন লর্ড শার্দুল।

টুইটারে ট্রেন্ডিং

টুইটারে ট্রেন্ডিং

আগে লর্ড জাদেজা বলা হতো রবীন্দ্র জাদেজাকে। আজ শার্দুলকে লর্ড শার্দুল বলা টুইটারে ভালোই ট্রেন্ডিং হয়। গাব্বা টেস্টে শার্দুল ১১৫ বলে ৬৭ রান করেছিলেন। সপ্তম উইকেট জুটিতে তাঁর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপ বা মিচেল স্টার্ককে মারা দৃষ্টিনন্দন কভার ড্রাইভ নিয়ে এতদিন চর্চা হচ্ছিল। তবে আজকের ব্যাটিং দেখে কেউ লর্ড শার্দুলকে বলেছেন ভারতের রক্ষাকর্তা। কেউ লিখেছেন শার্দুল ছক্কা মারার পর তাঁর ব্যাট পরীক্ষা করছেন স্টোকস। কেউ আবার লিখেছেন শার্দুল বোলারদের ডেলিভারিকে আক্রমণ করছেন না। তাঁদের কেরিয়ারকেই আক্রমণ করছেন। এদিন শার্দুলের স্ট্রাইক রেট ছিল ১৪২.৮৬, হার্দিক পাণ্ডিয়ার ১৪৫.৪৫-এর পরেই। কেউ মজা করে লিখেছেন লর্ড শার্দুলের কাছে জোরে বোলারকে সামলানো নয়, ট্রেনে জায়গা পাওয়াই বেশি কঠিন। মুম্বইকর শার্দুলকে সচিনের সঙ্গে তুলনা করে কেউ আবার ডাকছেন শার্দুলকর বলে।

উদ্বিগ্ন লক্ষ্মণ

উদ্বিগ্ন লক্ষ্মণ

আজ যে ভঙ্গিমায় বিরাট কোহলি ও রোহিত শর্মা আউট হয়েছেন তাতে হতাশ ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, লোকেশ রাহুলের আউটটা দুর্ভাগ্যজনক। কিন্তু রোহিত আর বিরাট যেভাবে আউট হয়েছেন তাতে তাঁরাও হতাশ হবেন। বেশ কয়েকটা ম্যাচেই তাঁরা ইংল্যান্ডের স্পিনারদের বল বুঝতে না পেরে আউট হয়েছেন। রোহিত আজ আদিল রশিদের গুগলি বুঝতেই পারেননি। বিরাট অফ সাইডে খেলতে চেয়েছিলেন। জায়গা তৈরি করলেও বল মিস করেছেন। ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন। সেই নিরিখে রোহিত আর বিরাটের আউট কিন্তু স্পিনারদের বিরুদ্ধে তাঁদের খেলার কৌশল নিয়ে ভাবতে বাধ্য করবে।

English summary
India vs England Third ODI In Pune. Netizens Give New Nicknames After Watching Shardul Thakur's Batting During Third ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X