For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের বিশেষ বার্তা নবাগতদের জন্য, কলকাতায় বসে বিশ্বাসই করেননি তেওয়াটিয়া

Google Oneindia Bengali News

চলতি বছরেই টি ২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের ভারতীয় দলে নেওয়া হয়েছে বেশ কয়েকজন নতুন মুখকে। আইপিএল এবং ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের সুবাদেই ডাক পেয়েছেন ঈশান কিষান, রাহুল তেওয়াটিয়া, সূর্যকুমার যাদবরা। দলে রয়েছেন বরুণ চক্রবর্তীও। তাঁদের সকলের জন্য আজ টুইটারে এক বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। নবাগতদের উদ্দেশে সচিন তেন্ডুলকর লিখেছেন, ভারতীয় দলে যাঁরা প্রথম সুযোগ পেলেন সকলকে শুভেচ্ছা। বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেননি, তিনিও দলে থাকায় ভালো লাগছে। দেশের হয়ে খেলা একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে গর্বের। প্রত্যেকের সাফল্য কামনা করি।

সচিনের বিশেষ বার্তা ভারতীয় টি ২০ দলে নতুনদের জন্য

জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা জানতেনই না, এমনকী প্রথমে বিশ্বাসও করেননি রাহুল তেওয়াটিয়া। তিনি এখন বিজয় হাজারে ট্রফি খেলতে কলকাতাতেই রয়েছেন। হরিয়ানা দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল ফোন করেন তেওয়াটিয়াকে। বলেন, তেরা ইন্ডিয়ান টিম মে সিলেকশন হো গ্যায়া হ্যায়। তেওয়াটিয়া বিশ্বাস না করে ভাবেন চাহাল মজা করছেন। তেওয়াটিয়া বলেন, বিশ্বাসই করিনি এখন জাতীয় দলে ডাক পাব। চাহাল নিজের ফোনে টিম দেখানোর পরে মোহিত শর্মাও আমার ঘরে এসে একই কথা বলায় বিশ্বাস করি।

চলতি মাসের গোড়াতেই বাগদান সেরেছেন। গত আইপিএলে ভালো পারফর্ম করার সুবাদেই জাতীয় দলে সুযোগ এলো। শেলডন কটরেলকে এক ওভারে পাঁচ ছক্কা-সহ ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে অবিশ্বাস্য জয় এনে দেন। রাজস্থান গত আইপিএলে হতাশ করলেও তেওয়াটিয়াকে নিজের জার্সি দিয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এবার তাঁপ সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ। তেওয়াটিয়া বলেন, সিনিয়রদের থেকে অনেক কিছু শিখতে চাই। হরিয়ানা দলে স্পিনারদের মধ্যে জোর প্রতিযোগিতা চলে। অমিত মিশ্র, চাহাল, জয়ন্ত যাদবরা রয়েছেন। রাজ্য দল বা আইপিএলের দলের হয়ে যেমন করি, জাতীয় নির্বাচকরা আমার উপর যে আস্থা রেখেছন তার পূর্ণ মর্যাদা দিতে চাই। সুযোগ এলে বিপক্ষ ব্যাটিং লাইন আপকে ধসাতে তৈরি এই স্পিন বোলিং অলরাউন্ডার।

তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও বল হাতে বলার মতো কিছু করতে পারেননি তেওয়াটিয়া। কলকাতার ভিডিওকন আকাদেমি মাঠে হিমাংশু রানার শতরান ও অরুণ চাপরানার অর্ধশতরানের পাশাপাশি ৪টি চার ও ৬টি ছয় দিয়ে সাজানো তেওয়াটিয়ার ৩৯ বলে ৭৩ রানের সুবাদে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৯ উইকেটে ২৯৯ রান তোলে হরিয়ানা। তবে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় চণ্ডীগড়। তেওয়াটিয়া ২ উইকেট পেলেও ১০ ওভারে ৬৬ রান দেন।

English summary
Indian squad for t 20 series announced. A lot of new faces included. Sachin Tendulkar leaves a special message for Rahul Tewatia and others who got maiden call up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X