For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে আবেগঘন ক্রুণাল, প্রয়াত বাবার উপস্থিতি এভাবেই অনুভব করছেন ড্রেসিংরুমে

  • |
Google Oneindia Bengali News

আজ ক্রুণাল পাণ্ডিয়ার জন্মদিন। বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকর, প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটারই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়ার দাদাকে। ক্রুণাল জন্মদিনে প্রয়াত বাবার স্মৃতিতে করলেন আবেগঘন একটি পোস্ট।

জন্মদিনে আবেগঘন ক্রুণাল, প্রয়াত বাবার অনুভূতি পেতে উদ্যোগ

গতকাল একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ক্রুণাল পাণ্ডিয়ার। ভারতের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি দল ও ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেললেও একদিনের আন্তর্জাতিক অভিষেকের দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রুণাল। খেলার আগে প্রয়াত বাবার কথা মনে পড়ায় চোখের জল ধরে রাখতে পারেননি ক্রুণাল। তাঁকে জড়িয়ে ধরে শান্ত করেন হার্দিক। আবেগঘন ওই মুহূর্ত নজর এড়ায়নি ক্রিকেট-ভক্তদের। হার্দিক ১ রানে আউট হলেও সাতে নেমে অভিষেকে অর্ধশতরানের নজির গড়েন ক্রুণাল। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫৮ করে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল ও ক্রুণাল পাণ্ডিয়ার অপরাজিত জুটি শেষ ৯.৩ ওভার খেলে ১১২ রান যোগ করে। ভারতের জয়ে এই জুটির অবদান তাই অনস্বীকার্য।

অর্ধশতরান করার মুহূর্তে আকাশের দিকে ব্যাট তুলে প্রয়াত বাবার আশীর্বাদ প্রার্থনা করেন ক্রুণাল। সেই আবেগঘন ছবি আইসিসি-র টুইটারেও জায়গা করে নিয়েছে। বল হাতে স্যাম কারানের উইকেটটিও তুলে নেন ক্রুণাল। আজ জন্মদিনে টুইটারে ক্রুণাল জানান, ভারতীয় ড্রেসিংরুমে তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁর বাবার ব্যাগ যাতে রয়েছে বাবার জামা-প্যান্ট-টুপি-জুতো ইত্যাদি। ক্রুণাল লিখেছেন, আমাদের খেলা থাকলেই আগের দিন নিজের জামা-কাপড় গুছিয়ে রাখতেন বাবা। আমার খেলা ছিল ১৬ জানুয়ারি। যদিও সেদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। তাই তাঁর ব্যবহৃত সামগ্রী ও তাঁর পছন্দের ব্যাগ নিজের সঙ্গে রেখেছি। মনে হচ্ছে, বাবা যেন এভাবেই আমার পাশে রয়েছেন।

English summary
Krunal Pandya Carries The Bag Of His Father To Indian Dressing Room In Pune. Many Cricketers Wished Krunal On His Birthday Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X