For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার একদিনের সিরিজ ফয়সালার আগে ভারতের স্বস্তি আর অস্বস্তির জায়গাগুলি

Google Oneindia Bengali News

ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের ফয়সালা হবে রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচে। লোকেশ রাহুল কিংবা ঋষভ পন্থের দুরন্ত ছন্দে থাকা যদি ভারতের স্বস্তির কারণ হয় তবে চিন্তায় রাখল পঞ্চম বোলারের পারফরম্যান্স।

ছক্কার হোলি

ছক্কার হোলি

পুনেতে দ্বিতীয় একদিনের ম্যাচ দেখল ছক্কার হোলি। সারা ম্যাচে ৩৪ ছক্কা। ভারতের চোদ্দটি ছক্কার সাতটি ঋষভ পন্থের। চারটি হার্দিক পাণ্ডিয়ার। দুটি লোকেশ রাহুলের ও একটি বিরাট কোহলির। তবে ভারতকে এদিন দুরমুশ করল ইংল্যান্ডের পাওয়ারহিটিং, সবমিলিয়ে ২০টি ছক্কা হাঁকালেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বেন স্টোকস ১০টি, জনি বেয়ারস্টো সাতটি, এ ম্যাচে অভিষেক হওয়া লিয়াম লিভিংস্টোন দুটি ও জেসন রয় একটি। ১০ ওভারে ৮৪ রান দেন কুলদীপ যাদব। ক্রুণাল পাণ্ডিয়া দেন ৬ ওভারে ৭২। পঞ্চম বোলারের দায়িত্ব দুই বোলারকে ভাগ করেছিলেন বিরাট কোহলি। যদিও এদিনের পারফরম্যান্স তাঁরা ভুলতে চাইবেন।

কুলদীপের লজ্জার রেকর্ড

কুলদীপের লজ্জার রেকর্ড

ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যে কুড়িটি ছক্কা হাঁকালেন তার মধ্যে আটটি ছক্কাই হজম করতে হলো কুলদীপ যাদবকে। তাঁর বলে স্টোকস চারটি, বেয়ারস্টো তিনটি ও জেসন রয় একটি ছক্কা মারেন। কুলদীপ এদিন ভাঙলেন বিনয় কুমারের লজ্জার রেকর্ড। ২০১৩ সালে বিনয় কুমার সাতটি ছক্কা হজম করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কুলদীপ সেই রেকর্ড ভাঙলেও ভুলে যেতে চাইূবেন এই লজ্জার রেকর্ড।

রাহুলের জবাব

রাহুলের জবাব

টি ২০ সিরিজে ব্যর্থতার পর অনেক কথা শুনতে হচ্ছিল। আর তাই বাড়িয়েছিল ফর্মে ফেরার প্রত্যয়। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পর এদিন ঝকঝকে শতরান। তবে তার চেয়েও নজর কাড়ল রাহুলের সেলিব্রেশন। শতরান পূর্ণ করে দুই কান হাত দিয়ে চেপে ধরে বার্তা দিলেন সমালোচকদের। ভারতের ইনিংস শেষে রাহুল বলেন, অনেকে খারাপ সময়ে সমালোচনা করে নীচে টেনে নামাতে চেষ্টা করে। তবু কাউকে অসম্মান করতে চাই না। শুধু বাইরে কে কী বলছে, ওইসব কথা নিজে আর শুনতে চাই না। কিছু সময় তা অগ্রাহ্য করতে হয়। রান পেলে আত্মবিশ্বাস বাড়ে। টি ২০ সিরিজে রান না পেয়ে হতাশ ছিলাম। তবে সকলেরই এমন খারাপ সময় যায়।

পন্থের প্রশংসা

পন্থের প্রশংসা

৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেললেন ঋষভ পন্থ। তাও ৪৩৭ দিন পর দেশের হয়ে আন্তর্জাতিক খেলতে নেমে। তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষ্মণ বলেন, পন্থ খুব ইমপ্রেসিভ। রাহুল আর কোহলি ভিত গড়ে দেওয়ার পর রান তোলার গতি যেভাবে বাড়ানোর দরকার ছিল সেই কাজটা দারুণভাবে করেছেন পন্থ। তাঁর শটেও বৈচিত্র্য আসছে। আগে বেশি অন সাইডে খেলতে দেখা যেত। তবে এখন বৈচিত্র্য আসায় বোলারদের কাজ কঠিন হয়ে গিয়েছে। হার্দিক আর রাহুলের সঙ্গে পন্থের পার্টনারশিপই ভারতকে এতো রান তুলতে সাহায্য করেছে। এদিকে, এদিন বিরাট কোহলি নবমবার ইংল্যান্ড স্পিনার আদিল রশিদের শিকার হলেন।

প্রত্যয়ী প্রসিদ্ধ

প্রত্যয়ী প্রসিদ্ধ

ম্যাচের শেষে ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বোলার প্রসিদ্ধ কৃষ্ণ বলেছেন, এই পিচ বোলারদের পক্ষে চ্যালেঞ্জিং ছিল। মার্জিন অব এরর খুব কম ছিল। আমরা আমাদের পরিকল্পনামতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতে পারতো। তবে ইংল্যান্ড যেভাবে খেলেছে তাতে তাদের কৃতিত্ব খাটো করার প্রশ্ন নেই। বোলিং বিভাগে আমরা আরও উন্নত হওয়ার চেষ্টা চালাব। ঘুরে দাঁড়িয়ে ভারতের সিরিজ জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী প্রসিদ্ধ।

English summary
England Beat India By Six Wickets In Second ODI In Pune. KL Rahul's Special Gesture For Critics As Kuldeep Yadav Levelled With Unwanted Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X