For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট অখুশি সতীর্থদের বডি ল্যাঙ্গুয়েজে, রাহুলের ভবিষ্যৎ নিয়েও দিলেন ইঙ্গিত

Google Oneindia Bengali News

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল টস। ওপেনার হিসেবে ফের ব্যর্থ লোকেশ রাহুল। তবে তাঁর পাশেই দাঁড়ালেন অধিনায়ক বিরাট কোহলি।

রাহুলের পাশে

রাহুলের পাশে

লোকেশ রাহুলের ব্যর্থতা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ানকে এখনও ব্যাক আপ ওপেনার হিসেবেই ভাবছেন বিরাট। ওপেনিংয়ে প্রথম পছন্দ যে রোহিত-রাহুল জুটিই তা স্পষ্ট করে দিয়ে বিরাট বলেন, দুই ম্যাচ আগে আমারও খারাপ সময় যাচ্ছিল। রাহুল একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। রোহিতের সঙ্গে তিনি আমাদের দলের প্রধান ব্যাটসম্যান। টি ২০ ম্যাচের ব্যর্থতা দিয়ে রাহুলকে বিচার করা ঠিক হবে না বলেই দাবি ভারত অধিনায়কের। উল্লেখ্য, শেয চারটি টি ২০ ম্যাচে রাহুলের রান যথাক্রমে ০, ১, ০, ০।

পার্টনারশিপ না গড়াতেই হার

পার্টনারশিপ না গড়াতেই হার

নিজে অপরাজিত থাকলেন ৭৭ রানে। ভারতকে ১৫৬ রানে পৌঁছে দেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। নিজের ভালো ইনিংস দলের জয় নিশ্চিত করতে না পারায় হতাশ ভারত অধিনায়ক। তিনি বলেন, যদি এই ইনিংস দলের জয়ে কাজে লাগত তাহলে খুশি হতাম। ইংল্যান্ডের বোলাররা এই পিচে বাড়তি গতি আদায় করে নিয়ে সঠিক জায়গায় বল রেখেছেন। পার্টনারশিপই ফারাক গড়ে দিল। প্রথমে একটা ছোটো পার্টনারশিপ, তারপর আমি আর হার্দিক মিলে কিছুটা চেষ্টা করেছি। তবে হার্দিকেরও প্রথমদিকে কিছুটা অসুবিধা হচ্ছিল। এই উইকেটে থিতু হলেই ভালো রান তোলা যেত। টস ফ্যাক্টর হয়েছে। তবে টস হারলে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আসলে ইংল্যান্ডের পেসাররা সঠিক জায়গায় বল রাখছিলেন। হার্দিককে বল হাতে আরও বেশি দায়িত্ব দিতে হবে। ভারতের বোলিং আক্রমণে পরিবর্তন আনার ইঙ্গিতও দিলেন বিরাট। তিনি অখুশি ফিল্ডিংয়ের সময় দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে।

বাটলারের প্রশংসা

বাটলারের প্রশংসা

নিজের শততম টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক ইয়ন মর্গ্যান বিশেষ টুপি পেয়েছিলেন জস বাটলারের হাত থেকে। মর্গ্যানের স্মরণীয় ম্যাচে জয় নিশ্চিত করলেন বাটলারই। মর্গ্যান ম্যাচের শেষে বলেন, বাটলার একজন বিশ্বমানের ক্রিকেটার। তাঁর ব্যাটিং গড় ৫০, স্ট্রাইক রেট ১৫০। এতেই বোঝা যায় তিনি কতটা বড় মাপের। বাটলার আমার বন্ধু, আমাদের পরিবারও খুব ঘনিষ্ঠ। ফলে বাটলারের হাতে ক্যাপ নেওয়ার সময় চোখে জল এসেছিল। তাঁর বার্তা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। মর্গ্যান আরও বলেন, পিচ দুই ইনিংসে একইরকম ছিল। তবে যেভাবে বল ক্যারি করছিল তা অবাক করেছে। প্রথমার্ধে বোলিংই ফারাক গড়ে দিয়েছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচের সেরা

ম্যাচের সেরা

ম্যাচের সেরা হয়েছেন জস বাটলার। তিনি বলেন, এই ইনিংস খেলে ভালো লাগছে। আমি সব সময় অপরাজিত থাকতে পছন্দ করি। পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট তুলে নিলে সুবিধা হয়। এদিনও তাই হয়েছে। তারপর ব্যাট করতে নেমে প্রথম ছয় মারার পর আমার আত্নবিশ্বাস বেড়ে গিয়েছিল। মর্গ্যানের শততম ম্যাচে জয় উপহার দিতে পেরে খুশি বাটলারও। টি ২০ আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে সর্বাধিক রান যাঁরা করেছেন সেই তালিকায় মহম্মদ রিজওয়ানের ৮৯, টিম সেফার্টের অপরাজিত ৮৪-র পরই রইল বাটলারের অপরাজিত ৮৩ রানের আজকের ইনিংস।

English summary
England Beat India In The Third T20I And Take 2-1 Series Lead. KL Rahul Continue To Be One Of Our Main Batters Along With Rohit, Says Virat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X